ব্যালট না কি EVM-এ হবে এবারের নির্বাচন? স্পষ্ট জানাল কমিশন

নয়াদিল্লি: বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে নির্বাচনে EVM-এর উপরই অনড় রইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা৷ বৃহস্পতিবা রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা সাফ জানিয়ে দেন, ‘কোনও ভাবেই ব্যালট যুগে ফেরা হবে না৷’ এদিন EVM হ্যাকের প্রসঙ্গ সরাসরি না তুলেও জানিয়ে দেন, EVM ব্যবস্থায় পূর্ণ আস্থা রয়েছে কমিশনের৷ ফলে, EVM-এর পরিবর্তে অন্যকোনও

ব্যালট না কি EVM-এ হবে এবারের নির্বাচন? স্পষ্ট জানাল কমিশন

নয়াদিল্লি: বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে নির্বাচনে EVM-এর উপরই অনড় রইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা৷ বৃহস্পতিবা রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা সাফ জানিয়ে দেন, ‘কোনও ভাবেই  ব্যালট যুগে ফেরা হবে না৷’  এদিন EVM হ্যাকের প্রসঙ্গ সরাসরি না তুলেও জানিয়ে দেন, EVM ব্যবস্থায় পূর্ণ আস্থা রয়েছে কমিশনের৷ ফলে, EVM-এর পরিবর্তে অন্যকোনও ভাবনাই নেয় নির্বাচন কমিশনের৷ কিন্তু, হঠাৎ কেন এমন মন্তব্য কমিশনের?

কেননা, চলতি সপ্তাহে কমিশনের অস্বস্তি বাড়িয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন মার্কিন হ্যাকার৷ বলেন, ২০১৪ সালের নির্বাচনে কমমাত্রার তরঙ্গ পাঠিয়ে তিনি EVM হ্যাক করেছিলেন৷ মার্কিন হ্যাকারের মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতির ময়দায় গরম করতে মাঠে নামে কংগ্রেস ও বিরোধীরাও৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতেই কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটে জাতীয় নির্বাচন কমিশন৷ ইভিএম হ্যাকের অভিযোগ তোলায় মার্কিন হ্যাকারের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে এফআইআর দার করে নির্বাচন কমিশন৷ কমিশনের যুক্তি, ইভিএম হ্যাক করা যায় না৷ ফলে, নির্বাচন ব্যবস্থার উপর প্রশ্ন ওঠায় অভিযুক্ত মার্কিন হ্যাকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দেওয়ার জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে৷

সোমবার EVM-এ জালিয়াতির অভিযোগ উঠতেই মঙ্গলবার আসরে নামে বিজেপি৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে কংগ্রেসের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ এদিন তিনি বলেন, ‘‘ইভিএম নিয়ে প্রশ্ন তোলা মানে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা৷ কংগ্রেস রাজনৈতিক সুবিধা নিতে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তুলছে৷’’ বলেন, ‘‘একজন হ্যাক কী বলল, তা নিয়েই মাতামাতি করছে কংগ্রেস৷ কিন্তু, যখন নির্বাচন কমিশমন ইভিএম নিয়ে চ্যালেজ্ঞ ডেকেছিল, তখন কেন কিছুই বলেনি কংগ্রেস?’’ ইভিএম দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কংগ্রেসে মুখোশ খুলে যাবে বলেও এদিন কটাক্ষ করেন তিনি৷

কীভাবে ভারতের নির্বাচনে ব্যবহৃত ভোটযন্ত্রে কারচুপি করা সম্ভব, তা সবিস্তারে হাতেকলমে দেখাবেন লন্ডনের হ্যাকার, রবিবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এই নিয়ে তোলপাড় শুরু হয়৷ পরে জানা যায়, ওই মার্কিন হ্যাকারের নাম সইদ সুজা৷ সোমবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের প্রাক্তন কর্মী তিনি৷ ভোটযন্ত্রের নকশা তৈরির কাজে তিনি যুক্ত ছিলেন৷ ফলে কীভাবে তাতে কারচুপি করা যায়, সেটা তাঁর কণ্ঠস্থ৷ অভিযোগ, ২০১৪ সালের ভোটে ইভিএম কারচুপির কথা জানতে পারার পর থেকেই নাকি তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন৷ তাই ব্রিটেনের কূটনেতিক আশ্রয় নিয়ে লন্ডনে রয়েছেন৷

মার্কিন হ্যাকারের আরও দাবি, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ইভিএমে কারচুপি করা হয়েছে৷ আর ভারতে ব্যবহৃত ভোটযন্ত্রে কীভাবে কারচুপি করা সম্ভব, তা জানাতে এদিন সাংবাদিক বৈঠকে ডাকেন তিনি৷ তখন সেখানে উপস্থিত প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবাল৷ অবশ্য সাংবাদিক বৈঠক শেষে সুজাকে প্রশ্ন করা হয়, ‘‘আপনি যা যা দাবি করছেন, তার সবটাই কি ঠিক বলে ধরে নেওয়া যেতে পারে?’’ উত্তরে মাথা নাড়িয়ে বলেন, ‘‘না না, এখনই নয়৷’’ এর পরই  মার্কিন হ্যাকারের দাবিকে ঘিরে রাজনীতির ময়দানে নামে কংগ্রেস৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে সেই অভিযোগ উড়য়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 1 =