মোদির অনুপ্রেরণায় বিজেপিতে সাইনা, ব্যাডমিন্টন ছেড়ে হবেন প্রার্থী?

মোদির অনুপ্রেরণায় বিজেপিতে সাইনা, ব্যাডমিন্টন ছেড়ে হবেন প্রার্থী?

316ff23c165e25c19a719f6a89814812

নয়াদিল্লি:  ক্রীড়া জগৎ থেকে রাজনীতির ময়দানে পরিচিত জনপ্রিয় ব্যক্তিত্বদের তালিকাটি কম নয়। তবে এক্ষেত্রে মোদি  ক্যারিশমা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। বিজেপির রাজনৈতিক ময়দানে ক্রীড়া ব্যক্তিত্বরাই অক্সিজেন জোগাচ্ছেন এমন চর্চাও শোনা গেছে। যদিও এই মুহূর্তে নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জোর সমালোচনা আন্তর্জাতিক ক্ষেত্রেও। তবুও এই মোদী অনুপ্রেরণাই ব্যাডমিন্টনের কোর্ট থেকে রাজনীতিতে টৈনে আনল  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশের প্রথম সারির ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেটওয়ার্কে।

বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে দলে যোগ দেন সাইনা। সাইনার মোদি প্রীতি অবশ্য নতুন কিছু নয়। ২০১৭সালে যখন প্রধানমন্ত্রীর ৬৫ বছরের জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করেন সাইনা, বলেছিলেন,মোদিজীর খেলাধুলা সম্পর্কে জ্ঞান তাকে আপ্লুত করেছে। এরপর থেকেই মোদীজির নানান বিষয়ে প্রীতি সূচক বক্তব্য প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের সমালোচনার শিকারও হয়েছেন। তবে তাঁর বিজেপি-তে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয় কয়েকমাস আগে। এবার সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে বিজেপিতে যোগ দিয়ে সাইনা বলেন “আমি একজন কঠোর পরিশ্রমী পেশাদার এবং কঠোর পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।”  বিজেপি সরকারের 'খেলো ইন্ডিয়া' কর্মসূচির প্রশংসা করে তিনি আরও বলেন, “আজ আমার ভালো লাগছে যে আমি এমন একটি দলে যোগ দিচ্ছি যে দল আমাদের জাতির জন্য এত কিছু করছে। নরেন্দ্র স্যারের কাছ থেকে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি। আমি আশা করি আমি আমার দেশের জন্য কিছু ভাল করতে পারব। “

তবে শুধু সাইনা নন, তাঁর হাত ধরে বোন চন্দ্রাংশিও যোগ দিয়েছেন বিজেপিতে। দিল্লী বিধানসভা নির্বাচনের আগে তলের ভাবমূর্তির ক্ষেত্রে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। 

জন্মসূত্রে হরিয়ানার। ২০১৫ সালে নিজের কেরিয়ারের সেরা নম্বর ওয়ান র‍্যাঙ্ক পেয়েছিলেন ২৯ বছর বয়সী এই হায়দরাবাদি শাটলার। ২০১৬ সালে পদ্মভূষণ পান তিনি। অলিম্পিক্স ও কমনওয়েলথ গেমসেও পদক পেয়েছেন তিনি এছাড়াও। এরসঙ্গে রয়েছে রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন পুরস্কারের মত সম্মান। এই মুহূর্তে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছেন সাইনা। কয়েকমাস আগেই ব্যাডমিন্টন তারকা পারুপল্লী কাশ্যপের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন।

এর আগেও গেরুয়া পরিবারে যোগ দিয়েছেন, দীপা মালিক,রাজ্যবর্ধন রাঠোর, গৌতম গম্ভীর,অলিম্পিকে রুপো জয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত, হকিতে প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন সন্দীপ সিং-এর মত ক্রীড়া জগতের স্বনামধন্য ব্যক্তিত্বরা। সাইনা নেওয়ালের বিজেপিতে যোগদান কতটা 'লক্ষীমন্ত' হয় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *