দক্ষিণ ভারতে প্রভাব বাড়াতে তামিলনাড়ু থেকে ভোটে দাঁড়াবেন মোদী? কোন অঙ্ক কষছে বিজেপি?

দক্ষিণ ভারতে প্রভাব বাড়াতে তামিলনাড়ু থেকে ভোটে দাঁড়াবেন মোদী? কোন অঙ্ক কষছে বিজেপি?

modi

নিজস্ব প্রতিনিধি: এবার কি নরেন্দ্র মোদী ম্যাজিক দেখবে তামিলনাড়ু! যা নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ শেষ পর্যন্ত সিদ্ধান্তে পরিবর্তন না হলে আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসীর পাশাপাশি তামিলনাড়ুর একটি কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছিল গেরুয়া শিবির। সম্প্রতি বিষয়টি নিয়ে একপ্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দল। আগামী দিনে সেই সিদ্ধান্তে পরিবর্তন না হলে তামিলনাড়ুর একটি কেন্দ্র থেকে মোদীর ভোটে দাঁড়ানো কার্যত নিশ্চিত বলেই খবর। সেক্ষেত্রে তিনটি কেন্দ্রকে টার্গেট করেছে বিজেপি। সেগুলি হল রামনাথপুরম, কোয়েম্বাটোর ও কন্যাকুমারী কেন্দ্র। শেষ দুটি কেন্দ্র থেকে অতীতে জয় পেয়েছে বিজেপি। কোয়েম্বাটোর ও কন্যাকুমারী কেন্দ্রে বিজেপির সংগঠন বেশ শক্তিশালী। গত  লোকসভা নির্বাচনে অবশ্য দুটি কেন্দ্রেই বিজেপিকে পরাজয় স্বীকার করতে হয়েছিল। কিন্তু কন্যাকুমারী কেন্দ্রে ২০২১ সালে যে উপনির্বাচন হয় তাতে বিজেপির ভোট বেড়ে চল্লিশ শতাংশে পৌঁছে গিয়েছিল।   অন্যদিকে কংগ্রেস আসনটি ধরে রাখলেও তাদের ভোট শতাংশ কমে। সেই সূত্রে বিজেপি শিবির মনে করছে কন্যাকুমারী কেন্দ্রে নরেন্দ্র মোদী দাঁড়ালে বিজেপির ভোট শতাংশ নিশ্চিত ভাবে পঞ্চাশ শতাংশের কাছাকাছি চলে যাবে। অর্থাৎ কন্যাকুমারী কেন্দ্রে এখন থেকেই জয় সুনিশ্চিত বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। বেশ কিছুদিন ধরে তামিলনাড়ুতে  জোট সঙ্গী এআইএডিএমকে-র সঙ্গে বিজেপির সমস্যা দেখা দিয়েছে। যদিও বিজেপি নিশ্চিত নির্বাচনের আগে সেই সমস্যা মিটে যাবে। সেক্ষেত্রে কন্যাকুমারী বা তামিলনাড়ুর অন্য কোনও কেন্দ্রে নরেন্দ্র মোদী ভোটে দাঁড়ালে এআইএডিএমকে-র কর্মী-সমর্থকদের সক্রিয় সমর্থন বিজেপির পক্ষেই আসবে।

 

এখন প্রশ্ন হঠাৎ কেন তামিলনাড়ু থেকে প্রধানমন্ত্রী ভোটে দাঁড়াতে চাইছেন? ঘটনা হল গত লোকসভা নির্বাচনে কেন্দ্রশাসিত পুদুচেরি-সহ দক্ষিণ ভারতের সমস্ত রাজ্য মিলিয়ে যে ১২০টি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে মাত্র ২৯টিতে জয় পেয়েছিল বিজেপি। এই ২৯টির মধ্যে বিজেপি কর্ণাটক থেকে জিতেছিল ২৫টি ও তেলেঙ্গানা থেকে চারটিতে জয় পেয়েছিল। এবার বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয় হয়েছে। তাই লোকসভায় কর্ণাটকে গতবারের মতো ভাল ফল বিজেপির হবে না বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ দক্ষিণ ভারত থেকে বিজেপির আসন কমতে পারে। গত লোকসভায় তামিলনাড়ুতে জোটসঙ্গী এআইএডিএমকে ও বিজেপির শোচনীয় ফল হয়। সেই জায়গা থেকে বিজেপি চাইছে নরেন্দ্র মোদী যদি তামিলনাড়ুর কোনও একটি লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান, তাহলে সেই প্রভাব গোটা রাজ্য জুড়ে পড়বে। শুধু তামিলনাড়ু কেন, গোটা দক্ষিণ ভারত জুড়ে তার পরোক্ষ প্রভাব পড়বে বলে গেরুয়া শিবির নিশ্চিত। এভাবেই দক্ষিণ ভারতে বিজেপি ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে চায় তাদের সেরা বাজি প্রধানমন্ত্রীকে সামনে রেখে। দেশ জুড়ে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাহুল গান্ধী গতবার দক্ষিণ ভারতের কেরল থেকে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন। অতীতে ইন্দিরা গান্ধী ও সোনিয়া গান্ধী কর্ণাটকের চিকমাগালুর ও বেল্লারি লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে সংসদে গিয়েছিলেন। সেই জায়গা থেকে এবার নরেন্দ্র মোদী তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ ভারতের একটি কেন্দ্র থেকে ভোটে দাঁড়ালে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

কয়েক মাস আগের কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ুতে গিয়েছিলেন। তখন তিনি তাৎপর্যপূর্ণভাবে বলেছিলেন, আগামী দিনে তামিলনাড়ু থেকে কেউ প্রধানমন্ত্রী হতেই পারেন। যা নিয়ে যথেষ্ট চর্চা হয় কেন্দ্রীয় রাজনীতিতে। এরপরই বিজেপি সূত্রে শোনা যায় তামিলনাড়ু থেকে ভোটে দাঁড়াতে পারেন খোদ প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই নতুন সংসদ ভবনে তামিলনাড়ু থেকে ‘সেঙ্গল’ এনে সেটিকে প্রতিষ্ঠা করা হয়েছে। এতে তামিলনাড়ুবাসীকে বিশেষ বার্তা দেওয়া গিয়েছে বলে বিজেপি মনে করে। সব মিলিয়ে তামিলনাড়ু নিয়ে বহুদিন ধরেই ঘুঁটি সাজাতে শুরু করেছে কেন্দ্রের শাসক দল। রাজনৈতিক মহল মনে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচুর চিন্তা করেই তবেই কোনও স্টেপ নেন। কোনও ভাবেই লোক হাসানো কাজ তিনি করবেন না। সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী যদি সত্যিই তামিলনাড়ুর কোনও কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান, তাহলে সেটি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলে রাজনৈতিক মহল মনে করে। আর মাত্র ছয় মাস, তারপরই শুরু হয়ে যাবে চব্বিশের মেগা নির্বাচন পর্ব। তাই সেই নির্বাচনে তামিলনাড়ুর কোনও কেন্দ্র থেকে শেষপর্যন্ত মোদী ভোটে দাঁড়ান কিনা, সেটা নিয়ে যথেষ্ট কৌতূহল থাকবে রাজনীতি সচেতন মানুষজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *