‘মে মাসের শেষ রবিবার ফের মন কি বাত নিয়ে ফিরে আসব’

নয়াদিল্লি : ‘মে মাসের শেষ রবিবার ফের মন কি বাত নিয়ে ফিরে আসব।’ রবিবার মন কি বাত অনুষ্ঠানের ৫৩তম পর্বে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঘুরিয়ে ফের ক্ষমতায় ফেরার কথা ঘোষণা করলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এটাই শেষ মন কি বাত। সেখানে সন্ত্রাসবাদ নিয়ে প্রধানমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলে

3c0350b1ecba4d43a2e94933ab591388

‘মে মাসের শেষ রবিবার ফের মন কি বাত নিয়ে ফিরে আসব’

নয়াদিল্লি : ‘মে মাসের শেষ রবিবার ফের মন কি বাত নিয়ে ফিরে আসব।’ রবিবার মন কি বাত অনুষ্ঠানের ৫৩তম পর্বে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঘুরিয়ে ফের ক্ষমতায় ফেরার কথা ঘোষণা করলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এটাই শেষ মন কি বাত। সেখানে সন্ত্রাসবাদ নিয়ে প্রধানমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলে মত বিজেপি নেতা মুকুল রায়ের। দেশবাসীর প্রতিক্রিয়া সরাসরিক জানতে রেডিওতে ‘মন কি বাত’ নামে একটি অনুষ্ঠান শুরু করেন মোদি।

প্রতি মাসের শেষ কবিবার রেডিওতে এই অনুষ্ঠান হয়৷ মার্চের শুরুর দিকেই লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা। তার জেরে চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি৷ ফলে বন্ধ থাকবে ‘মন কি বাত’৷ রবিবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন গণতন্ত্রের উৎসব৷ তিনি নিজে ভোটে প্রার্থী হবেন৷ ফলে মার্চ, এপ্রিল জুড়ে প্রচার কাজে ব্যস্ত হয়ে পড়বেন৷ সেই সময় বন্ধ থাকবে ‘মন কি বাত’৷ এরপরেই লোকসভা ভোটে জয় নিয়ে সুনিষ্চিত মোদি জানান, আগামী মে মাসের শেষ রবিবার ফের এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে পারব৷ সব ঠিক চললে ওই সময়ের মধ্যে নির্বাচনের ফল বেরিয়ে যাবে। সুতরাং সেই ময় অনুষ্ঠান করার কথা বলে পরোক্ষ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন নমো, মত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *