আজ বিকেল: অমিত শাহর রোড শো-কে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা এখনও বর্তমান। বলাবাহুল্য, ঘটনার দিন রাতে বিদ্যাসগর কলেজে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙার পরে সেখানে ছুটে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলেন, বিজেপি বিহার রাজস্থান থেকে গুন্ডা নিয়ে এসে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙে। বার বার বিজেপিকে বহিরাগত দল হিসেবেই উল্লেখ করেছেন তিন ও তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। এদিকে ওইদিন রাতেই বিদ্বজনদের নিয়ে বৈঠকে বসে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, ফের ক্ষমতায় আসছে বিজেপি। ৩০০-র টার্গেটও পূরণ হবে। প্রধানমন্ত্রীর পদে পুনরায় বসবেন নরেন্দ্র মোদি।
আর বহিরাগত বলে যতই বিজেপিকে দেগে দেওয়া হোক না কেন, বিজেপি ক্ষমতায় এলে এরাজ্যের মুখ্যমন্ত্রী কোনও বাঙালিই হবেন, বাইরের কেউ নন। অমিত শাহর এই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট যে রাজ্যের আমজনতা থেকে সুশীল সমাজ সকলের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াতে সচেষ্ট গেরুয়া শিবির। তাই বিজেপির মুখ্যমন্ত্রীও বাঙালি হবেন। তাহলে কী দাঁড়াচ্ছে ৩০০-তে ৩০০ টার্গেট ছুঁয়ে ফেলবে বিজেপি?
মন্তব্য করুন৷ আপনার মন্তব্য প্রকাশিত হবে AajBikel.com-এ
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]