ভোপাল: করোনা পরিস্থিতিতে মাস্ক এখন মাস্ট৷ মাস্ক ছাড়া বেরলেই জুটবে পুলিশের চোখ রাঙানি৷ গুনতে হবে জরিমানা৷ মাস্কের বদলে অনেকেই অবশ্য রুমাল বা গামছা জড়িয়ে রাস্তায় বেরচ্ছেন৷ তাহলেও রক্ষে৷ কিন্তু মধ্যপ্রদেশের দামোহ জেলার এই ব্যক্তি যে কাণ্ড করলেন, তা দেখে হেসে গড়াগড়ি গেলেন পথচরীরা৷ পুলিশের পেনাল্টির হাত থেকে বাঁচতে অভিনব ফন্দি আঁটলেন তিনি৷ কিছু না পেয়ে স্ত্রীর সায়াখানি মুখে জড়ালেন ওই ব্যক্তি৷
আরও পড়ুন-উচ্চতা মাত্র ৩ ফুট, বহু যন্ত্রণা সহ্য করে আজ IAS আরতি
ভারতে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ৷ এই অবস্থায় মাস্ক ছাড়া রাস্তায় বেরনো নৈব নৈব চ৷ আর যদি কেউ মাস্ক পরতে ভুলে যান, তাহলেই তাঁকে দিতে হবে জরিমানা৷ রাস্তার মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি৷ এই অবস্থায় ভুল করেই মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়ে পড়েছিলেন দামোহ শহরের ওই ব্যক্তি৷ দামোহ জুড়ে মাস্ক নিয়ে বেশ কড়াকড়ি চলছে৷
আরও পড়ুন- শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালিয়ে ৪২৯ কোটি ঘরে তুলেছে কেন্দ্র, একহাত রাহুলের
রাস্তায় মাস্ক না পরে বেরলেই জরিমানা করছে পুলিশ৷ ওই ব্যক্তি যে পথ দিয়ে যাচ্ছিলেন, সেখানেও চলছিল ধরপাকড়৷ পুলিশকে দেখেই টনক নড়ে তাঁর৷ পুলিশের হাত থেকে বাঁচতে কী করবেন ভাবতেই, হঠাৎ মনে পড়ে তাঁর সঙ্গে রয়েছে স্ত্রীর একখানি সায়া৷ ব্যাস, আর কি! ব্যাগ থেকে সায়াটি বার করেই মুখে জড়িয়ে নেন তিনি৷ হয়ে যায় মাস্ক৷ তার এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি পুলিশ৷ রাস্তায় উপস্থিত মানুষজনও তাঁর কীর্তি দেখে মজা লুটতে থাকে৷ ওই ব্যক্তির এই স্মার্ট বুদ্ধি দেখে বেশ মজাই পায় পুলিশ৷ ওই ব্যক্তির নাম পরিচয় অবশ্য জানা যায়নি৷ তবে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ দারুণ ভাবে শেয়ার হচ্ছে ভিডিয়োটি৷