মধুচন্দ্রিমায় গোয়া যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্ত্রী নিয়ে অযোধ্যায় স্বামী! বিচ্ছেদ চাইলেন স্ত্রী

মধুচন্দ্রিমায় গোয়া যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্ত্রী নিয়ে অযোধ্যায় স্বামী! বিচ্ছেদ চাইলেন স্ত্রী

wife

নয়াদিল্লি: মধুচন্দ্রিমায় স্ত্রীকে গোয়া নিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বর। কিন্তু স্ত্রীকে নিয়ে সোজা উত্তরপ্রদেশের অযোধ্যার হাজির হলেন তিনি৷ গিয়েছিলেন বারাণসীতেও৷ বর কথার খেলাপ করাতেই রেগে লালা স্ত্রী৷ সংসার শুরুর আগেই ধরল ফাটল৷ প্রতিশ্রুতি ‘ভঙ্গ’ করার দায়ে স্বামীর কাছে থেকে বিচ্ছেদ চাইলেন ওই মহিলা!

বর-বউয়ের এমন কাণ্ড প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে শোরগোল। ‘ফ্রি প্রেস জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই দম্পতি মধ্যপ্রদেশের। মাস পাঁচেক আগেই বিয়ে হয়েছে তাঁদের। বিয়ের পরই স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মধুচন্দ্রিমায় গোয়াকেই নিয়ে যাবেন তাঁকে। স্বামীর কাছ থেকে এমন প্রতিশ্রুতি পেয়ে স্বাভাবিক ভাবেই দারুণ খুশিতে ছিলেন ওই মহিলা। কিন্তু বাস্তবে ঘটল সম্পূর্ণ ভিন্ন ঘটনা৷ ‘ডেস্টিনেশন’ গোয়া না হয়ে তাঁর পৌঁছন অযোধ্যা! অযোধ্যা-বারাণসী ঘুরেও আসেন তাঁরা। কিন্তু বাড়ি ফিরেই আদালতের দ্বারস্থ হন মহিলা। ভোপালের একটি পরিবার আদালতে বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − four =