গলওয়ানে শহিদ কর্নেলের স্ত্রীকে অফিসার পদে নিয়োগ, ফ্ল্যাট উপহার মুখ্যমন্ত্রীর

গলওয়ানে শহিদ কর্নেলের স্ত্রীকে অফিসার পদে নিয়োগ, ফ্ল্যাট উপহার মুখ্যমন্ত্রীর

হায়দরাবাদ: প্রায় এক মাস অতিক্রান্ত৷ গলওয়ানে চিন সেনার হামলায় শহিদ হয়েছিলেন ভারতীয় ২০সেনা জওয়ান৷ সেই শহিদের তালিকায় ছিলেন হায়দরাবাদের কর্নেল সন্তোষ বাবুর নাম৷ চিন সেনার হামলায় স্বামী শহিদ হওয়ার একমাসের ব্যবধানে স্ত্রী সন্তোষী বাবু যোগ দিলেন ডেপুটি কালেক্টর পদে৷ তাঁকে এই পদে নিয়োগ করেছে তেলেঙ্গানা সরকার৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার মন্ত্রী ও বেশ কয়েকজন সিনিয়র আফিসারের উপস্থিতিতে সন্তোষীদেবীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়৷ নিয়োগ পত্র তুলে দেন খোদ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ শুধু নিয়োগপত্র নয়, সঙ্গে হায়দরবাদের অভিজাত এলাকায়  বানজারা হিলসে একটি বাড়িও উপহার দেওয়া হয়েছে শহিদ কর্নেলের স্ত্রীকে৷

শহিদ পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাও জানিয়েছেন, সন্তোষ বাবুর ৪ বছরের একটি ছেলে ও ৮ বছরের একটি মেয়ে রয়েছে৷ সন্তোষীদেবীকে দেশ সেভার পাশাপাশি তাঁর ২ সন্তানকে দেখভাল করতে হবে৷ ফলে, তাঁকে হায়দরাবাদের পার্শ্ববর্তী এলাকায় পোস্টিং দেওয়া হবে৷ ওই পদে প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত সন্তোষীদেবীকে সমস্ত সাহায্য করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

গলওয়ানে চিন সেনার হামলায় শহিদ কর্নেলের বাড়িতে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী৷ তখন  তিনি শহিদ পরিবারকে সরকারি ভাবে ৫ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন৷ সন্তোষীদেবীকে অফিসার পদে নিয়োগেও ঘোষণা করেন তিনি৷ সেই ঘোষণা অনুযায়ী এদিন শহিদ কর্নেলের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =