স্বামীর বেতন বাড়লে স্ত্রী’র খোরপোশও বাড়বে, জানাল হাইকোর্ট

স্বামীর বেতন বাড়লে স্ত্রী’র খোরপোশও বাড়বে, জানাল হাইকোর্ট

06d12cba9c25a021d5ba7d505283dd77

হরিয়ানা: বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স মামলায় একটি গুরুত্বপূর্ণ রায়দান করল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একটি মামলার প্রেক্ষিতে পাঞ্জাব ও হরিয়ানার উচ্চ আদালত জানিয়েছে, ডিভোর্সের পর যদি স্ত্রী খোরপোশ পান এবং স্বামী যদি চাকুরিজীবী হন, সেক্ষেত্রে স্বামীর বেতন বাড়লে স্ত্রী’র খোরপোশের পরিমাণও বৃদ্ধি পাবে৷ অর্থাৎ স্ত্রী আরও বেশি টাকার খরপোশ পাবেন৷

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে এই রায়দান করা হয়। পাঞ্জাবের পঞ্চকুল্লার বাসিন্দা বরুণ জগোট্টা ফ্যামিলি কোর্টের দেওয়া একটি রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন, মামলায় বলা হয়েছিল, তার ডিভোর্সি স্ত্রী’র অন্তর্বর্তীকালীন রক্ষণাবেক্ষণের খরচ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করা হবে। কিন্তু হাইকোর্টে এসে বরুণ জগোট্টা দাবি করেন, তার বেতন ৯৫ হাজার টাকা থেকে বেড়ে ১ লক্ষ ১৪ হাজার টাকা হলেও তিনি বর্তমানে হাতে পান ৯২১৭৫ টাকা। এই বেতনে কীভাবে ফ্যামিলি কোর্ট তাঁর প্রাক্তন স্ত্রী’র খোরপোশের পরিমান ২০ হাজার থেকে বাড়িয়ে ২৮ হাজার করেছে- এই প্রশ্ন বরুণবাবু হাইকোর্টের সামনে রাখলে হাইকোর্টও তার অভিযোগ খারিজ করে দেয়।

এই মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, “এই ধরণের রিভিশন পিটিশনে হাইকোর্টের হস্তক্ষেপের সম্ভাবনা কম থাকে, আইনবিরোধী রায় হলে সেক্ষেত্রে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে কিন্তু এখানে তেমন কিছুই নেই৷” হাইকোর্ট আরও জানিয়েছে, “ফ্যামিলি কোর্ট রায়দান করার সময় সমস্ত দিক পর্যালোচনা করেই রায় দিয়েছে, তাই এই রায়ই বহাল থাকবে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *