নয়াদিল্লি: জানুয়ারি মাস থেকে করোনাভাইরাস ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ার পর থেকে একটি বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং যার রেশ এখনো বর্তমান। তা হল করোনাভাইরাস ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। কেন ভ্যাকসিন সার্টিফিকেটে নরেন্দ্র মোদীর ছবি থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছে যে পুরোপুরি রাজনৈতিক কারণেই এই ছবি ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। তবে অবশেষে ভ্যাকসিন সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি রয়েছে তার উত্তর দিল কেন্দ্র।
মঙ্গলবার সংসদে এই ইস্যুতে প্রশ্ন তোলা হলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জনস্বার্থে এই ছবি ব্যবহার করা হয়েছে। কেন্দ্রের বক্তব্য, করোনাভাইরাস ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা এবং ছবি জনস্বার্থে প্রচারিত। ভ্যাকসিন নেওয়ার পর কি ধরনের আচরণ করা উচিত এবং করোনাভাইরাস নিয়ম বিধি সম্পর্কে যাতে মানুষ আরো সচেতন হতে পারে সেই কারণেই ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি এবং বার্তা থাকে। এটি মূলত করোনাভাইরাস বিরোধী প্রচারকে শক্তিশালী করে বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যদিও কেন্দ্রের এই যুক্তি একেবারেই মানতে নারাজ বিরোধীরা। তাদের বক্তব্য, যদি এমনটাই হতো তাহলে ঝাড়খন্ড, পঞ্জাব এমনকি ছত্রিশগড়ের মত অ-বিজেপি রাজ্যগুলিতে ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি থাকতো কিন্তু সেটা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গেও এখন ভ্যাকসিন সার্টিফিকেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যায়। তাই বিরোধীরা স্পষ্ট দাবি করছে, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন- দিলীপে ক্ষুব্ধ কাউন্সিলরের স্বামী! ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্যে ছাড়তে পারেন দল
উল্লেখ্য, যাঁরা ভ্যাকসিনের ডোজ পাচ্ছেন তাঁরা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে তাঁদের একটি শংসাপত্র পাচ্ছেন৷ সেখানে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি৷ কিন্তু বাংলার সরকারের বক্তব্য ছিল, এই টিকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না৷ রাজ্য সরকারকে কিনতে হচ্ছে৷ ১৮ থেকে ৪৫ বছর বয়সী যাঁদের এই টিকা দেওয়া হবে তাঁদের রাজ্য সরকার পৃথক ভাবে একটি শংসাপত্র ইস্যু করবে৷ এই শংসাপত্র দেওয়া হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এবং এই শংসাপত্রের নীচে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া থাকবে৷