কাশ্মীর হলে গোর্খাল্যান্ড নয় কেন? সিদুঁরে মেঘে পাহাড়ে

নয়াদিল্লি: ধিক ধিক জ্বলছিল আগুন৷ এবার, সেই আগুনে ঢু ঢালল কাশ্মীর ইস্যু৷ শান্ত পাহাড় থেকে ফের উঠল গোর্খাল্যান্ড দাবি৷ পৃথক গোর্খাল্যান্ড রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে এবার সওয়াল করে বিতর্ক উস্কে দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা৷ পাহাড়ের বিজেপির সাংসদ জানিয়েছেন, আগামী ২০২৪ সালের মধ্যেই গোর্খাল্যান্ড সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করতে তিনি সব ধরনের পদক্ষেপ

কাশ্মীর হলে গোর্খাল্যান্ড নয় কেন? সিদুঁরে মেঘে পাহাড়ে

নয়াদিল্লি: ধিক ধিক জ্বলছিল আগুন৷ এবার, সেই আগুনে ঢু ঢালল কাশ্মীর ইস্যু৷ শান্ত পাহাড় থেকে ফের উঠল গোর্খাল্যান্ড দাবি৷ পৃথক গোর্খাল্যান্ড রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে এবার সওয়াল করে বিতর্ক উস্কে দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা৷

পাহাড়ের বিজেপির সাংসদ জানিয়েছেন, আগামী ২০২৪ সালের মধ্যেই গোর্খাল্যান্ড সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করতে তিনি সব ধরনের পদক্ষেপ নেবেন৷ বিগত কয়েক দশক ধরেই গোর্খাল্যান্ডের দাবিতে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে পাহাড়৷ গোর্খা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গ নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করারও কর্মসূচিও রয়েছে তাঁদের৷ গোর্খাল্যান্ডের দাবি না মিটলে পাড়ারের বাসিন্দারা যোগ্য সন্মান পাবেন না বলেও দাবি বিজেপি সাংসদের৷ সংসদের প্রশ্ন, কাশ্মীর হলে গোর্খাল্যান্ড নয় কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =