কেন রাজ্যের নাম পরিবর্তন করছে না কেন্দ্র? কারণ জানালেন মমতা

কলকাতা: রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণেই রাজ্যের নাম বাংলা করতে দিচ্ছে না কেন্দ্র৷ বিজেপি নেতারা তো বলেই দিয়েছেন, বাংলা নাম করতে দেবেন না৷ যেন গায়ের জোর দেখানো হচ্ছে৷ মমতার আরও দাবি, মানুষের ভোটে নির্বাচিত বিধানসভার সদস্যরা যেখানে প্রস্তাব গ্রহণ করেছেন, সেখানে

কেন রাজ্যের নাম পরিবর্তন করছে না কেন্দ্র? কারণ জানালেন মমতা

কলকাতা: রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণেই রাজ্যের নাম বাংলা করতে দিচ্ছে না কেন্দ্র৷ বিজেপি নেতারা তো বলেই দিয়েছেন, বাংলা নাম করতে দেবেন না৷ যেন গায়ের জোর দেখানো হচ্ছে৷

মমতার আরও দাবি, মানুষের ভোটে নির্বাচিত বিধানসভার সদস্যরা যেখানে প্রস্তাব গ্রহণ করেছেন, সেখানে কী করে এটা করা হচ্ছে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন৷ সংসদের চলতি অধিবেশনেই যেন বিল এনে বাংলার অধিকার ফিরিয়ে দেওয়া হয়, সেই অনুরোধ প্রধানমন্ত্রীকে করেছেন৷

রাজ্যের নাম পরিবর্তন করতে গেলে সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হবে বলে সম্প্রতি রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷ পশ্চিবঙ্গের নাম পাল্টানোর ব্যাপারে কোনও ছাড়পত্র দেওয়া হয়নি৷ জানান, এটা করতে গেলে সংসদে সংবিধান সংশোধন করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =