মোদীর আমলে কেন একটিও রাফাল বিমান আসেনি? প্রশ্ন মায়ার

নয়াদিল্লি: মোদীর আমলে কেন একটিও রাফাল বিমান আসেনি তা জানতে চাইলেন মায়াবতী। বিএসপি সুপ্রিমো সোমবার প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন। রাফাল বিমান নিয়ে মায়াবতীর অমোঘ প্রশ্ন মোদী যেদিন কেন্দ্রে ক্ষমতাসীন হন সেদিন থেকে আজ পর্যন্ত কেন একটিও রাফাল জেট ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়নি? প্রশ্ন মায়াবতীর। মায়াবতী তাঁর টুইটে বলেন, মোদী বিভিন্ন জনসভায় দাবি করছেন যে পাকিস্তানের

মোদীর আমলে কেন একটিও রাফাল বিমান আসেনি? প্রশ্ন মায়ার

নয়াদিল্লি: মোদীর আমলে কেন একটিও রাফাল  বিমান আসেনি তা জানতে চাইলেন মায়াবতী। বিএসপি সুপ্রিমো সোমবার প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন।

রাফাল বিমান নিয়ে মায়াবতীর অমোঘ প্রশ্ন

মোদী যেদিন কেন্দ্রে ক্ষমতাসীন হন সেদিন থেকে আজ পর্যন্ত কেন একটিও রাফাল জেট ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়নি? প্রশ্ন মায়াবতীর।

মায়াবতী তাঁর টুইটে বলেন, মোদী বিভিন্ন জনসভায় দাবি করছেন যে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে রাফাল বিমান কার্যকরী ভূমিকা নিতে পারত।

তা সত্ত্বেও মোদীর আমলে ভারতীয় বায়ুসেনায় একটি রাফালও অন্তর্ভুক্ত হল না।

দেশের সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্নে কেন বিজেপি’র এই গাফিলতি ও অবহেলা তা মানুষকে জানানো হোক।

রাফাল বিমান নিয়ে মোদীর খেদোক্তি

দু’দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশের বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে ভারতীয় বায়ুসেনার হামলা নিয়ে ভাষণ দিচ্ছিলেন।

সেখানে গোটা দেশ রাফাল ফাইটার জেটের অভাব অনুভব করেছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার ইন্ডিয়া টুডে কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ গোটা দেশ রাফাল-এর অভাব অনুভব করছে।

কি হলে কী হত?

রাফাল যদি আমাদের হাতে থাকত তাহলে আজ ফল অন্যরকম হত। প্রথম দিকে, কিছু মানুষ তা নিয়ে স্বার্থনীতি করছিলেন।

আজ বিষয়টি নিয়ে রাজনীতি করছেন তাঁরা। এ কারণেই দেশ অনেক ভোগান্তির সম্মুখীন হয়েছে।

রাহুলেরও নিশানায় মোদী

পরে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাফাল জেটের সরবরাহে বিলম্বের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করেন।

বায়ুসেনা পাইলটদের বিপদ

রাহুল দাবি করেন, মান্ধাতা আমলের জেট বিমান চালিয়ে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মতো বায়ুসেনার পাইলটরা জীবনের ঝুঁকি নিচ্ছেন।

মোদী, মোদী, মোদী

রাহুল গান্ধী আরও দাবি করেন, রাফাল জেটের আগমনে বিলম্বের জন্য প্রধানমন্ত্রী মোদীই এককভাবে দায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =