নয়াদিল্লি : জঙ্গি হামলা হলে মন্ত্রীর বদল প্রয়োজন নাকি নীতি বদলের প্রয়োজন? প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘আগে স্বরাষ্ট্রমন্ত্রী বদল হত, এখন নীতি বদল হয়েছে’ জঙ্গি দমনের প্রশ্নে অতীতের সরকারকে আক্রমণ মোদির। পাল্টা রাহুলের প্রশ্ন মাসুদ আজহারকে ছাড়ল কে? তরজার মধ্যেই চমকে দিলেন রাজনাথ। দাবি করলেন, ৫ বছরে ৩ বার সীমান্ত পেরিয়ে জঙ্গি দমন অভিযানে সাফল্য পেয়েছে নিরাপত্তাবাহিনী।পুলওয়ামা হামলায় ৪০ জওয়ানকে খুইয়েছে দেশ। হামলার ১২ দিন পর ১২টি মিরাজ বিমান পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়। বালাকোটে হামলায় নিহতের সংখ্যা নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে বিরোধীরা। বিরোধী আক্রমণের মধ্যেই এদিন চমক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জানিয়ে দিলেন, ৫ বছরে ৩ বার সীমান্ত পেরিয়ে জঙ্গি দমন অভিযানে সাফল্য পেয়েছে নিরাপত্তাবাহিনী।
জল্পনা উস্কে আরও বললেন, দুটির তথ্য দিলেও তৃতীয় অভিযান নিয়ে তথ্য প্রকাশ করা হবে না। রাজনাথ যখন নতুন জল্পনা উস্কে দিলেন, তখন মোদি শনিবার সরাসরি হাঁটলেন বিরোধীদের আক্রমণের পথে। অভিযোগ করলেন, অতীতে নিরাপত্তা বাহিনীর হাত বেঁধে রেখেছিল সরকার। জঙ্গি দমনে ইউপিএ সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুললেন মোদি। মুখ বন্ধ করে নেই বিরোধী শিবিরও। ভারতের জেল থেকে মাসুদ আজহারকে পাকিস্তানে কে পাঠিয়েছে? কর্ণাটকের জনসভা থেকে মোদির দিকে প্রশ্ন ছুঁড়ে দেন রাহুল। পুলওয়ামা পরবর্তী এপারের রাজনীতির খবর ওপারের সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তবু রাজনৈতিক তরজা বন্ধ হওয়াল লক্ষণ নেই। আখেরে মুখ পুড়ছে কার? প্রশ্ন তুলছেন অনেকেই।