এবার কেন লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বে মোদি? ঘোষণা বিজেপির

নয়াদিল্লি: এবার লোকসভা নির্বাচনেও বারাণসী থেকেই লড়বেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালের মতোই তিনি লড়বেন ওই কেন্দ্র থেকে। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর পাশাপাশি আরও একটি আসনেও প্রার্থী হবেন তিনি৷ সেই আসন কোনটি, তা নিয়ে আলোচনা চলছে। প্রথমে শোনা গিয়েছিল পুরী থেকে লড়তে পারেন তিনি। আগেরবার বারাণসী কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রী হন

8c2dc3644c1b226bd0175e567d9d84be

এবার কেন লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বে মোদি? ঘোষণা বিজেপির

নয়াদিল্লি: এবার লোকসভা নির্বাচনেও বারাণসী থেকেই লড়বেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালের মতোই তিনি লড়বেন ওই কেন্দ্র থেকে। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর পাশাপাশি আরও একটি আসনেও প্রার্থী হবেন তিনি৷ সেই আসন কোনটি, তা নিয়ে আলোচনা চলছে।

প্রথমে শোনা গিয়েছিল পুরী থেকে লড়তে পারেন তিনি। আগেরবার বারাণসী কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র দামোদর মোদি৷ ওই কেন্দ্র থেকে ৫ লক্ষ ৮১ হাজার ২২টি ভোটে জয়ী হন। এবার জল্পনা ছড়ায় যে কেন্দ্র পরিবর্তন করতে পারেন প্রধানমন্ত্রী। বিজেপির প্রভাব কম, কিন্তু হিন্দু ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত স্থান থেকে ভোটে দাঁড়ানোর সম্ভাবনা দেখা যায়। বারাণসীর বিকল্প হিসাবে উঠে আসে ওড়িশার পুরীর নাম। তবে, বারণসী কেন্দ্র ঘোষণা হয়ে যাওয়ার পরে, পুরীর সম্ভাবনা কমে গেল বলেই মত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *