কেন চালু হচ্ছে আয়ুষ্মান ভারত? মমতা-হর্ষবর্ধন কথায় কাটবে জট?

নয়াদিল্লি : নরেন্দ্র মোদির সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ দেয়নি বাংলা৷ সেই তালিকায় রয়েছে দিল্লি, ওডিশা ও তেলঙ্গানা৷ এবার এই সমস্ত রাজ্যকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷ বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নবীন পট্টনায়কের সঙ্গে কতা বলেছেন৷ কথা বলার চেষ্টা করছেন কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও৷ ৩ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত

কেন চালু হচ্ছে আয়ুষ্মান ভারত? মমতা-হর্ষবর্ধন কথায় কাটবে জট?

নয়াদিল্লি : নরেন্দ্র মোদির সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ দেয়নি বাংলা৷ সেই তালিকায় রয়েছে দিল্লি, ওডিশা ও তেলঙ্গানা৷ এবার এই সমস্ত রাজ্যকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷

বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নবীন পট্টনায়কের সঙ্গে কতা বলেছেন৷ কথা বলার চেষ্টা করছেন কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও৷ ৩ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পে যোগ দেয়নি৷ তাদের বোঝানোর চেষ্টা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন, যাতে যোগ্যরা এই প্রকল্প থেকে বঞ্চিত না হন৷ ইতিমধ্যেই ৩২টি রাজ্যে এই প্রকল্প ভালোভাবে চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =