নয়াদিল্লি: পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনার অভিযান ঘিরে প্রশ্ন তুলেছে বাম-কংগ্রেস-তৃণমূল৷ বিদেশি সংবাদ মাধ্যমের তরফেও বায়ুসেনার অভিযান নিয়ে নানান প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ ঘরে ও বাইরে সেনা অভিযানের বিতর্ক সামল দিতে এবার মাঠে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷
মঙ্গলবার ঢাকঢোল পিটিয়ে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘ভারতীয় সেনার ওপর বিশ্বাস নেই৷ কংগ্রেসের নেতাদের ভারতীয় বায়ুসেনার ওপরও বিশ্বাস নেই৷ সেই কারণেই তাঁরা বারবার প্রমাণ চাইছেন৷ এদের এতটুকুও নৈতীকতা নেই, যে ওরা সেনাকে সম্মান জানাবেন৷ কংগ্রেসের নেতা এখন বলছেন পুলওয়ামা হামলা না নিছক দুর্ঘটনা৷ এদের কী ভাষায় জবাব দেওয়া উচিত, আমার জানা নেই৷’’
Union Minister Ravi Shankar Prasad: BJP would like to know is all this tweeting (by Congress leaders on #PulwamaTerrorAttack) a part of conspiracy? Because whatever is being said here is being shown in Pakistan. pic.twitter.com/A2BGUugR2E
— ANI (@ANI) March 5, 2019
পুলওয়ামা হামলার তদন্তের দাবি তুলে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা৷ পাকিস্তানে ঢুকে সেনা অভিযানে তথ্য চেয়েছে কংগ্রেস৷ বায়ুসেনা অভিযানে কত জনের মৃত্যু হয়েছে, জানতেও চেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ বিরোধীদের এই প্রশ্নের জবাবে কটাক্ষও ছুড়েছেন মোদি-শাহ৷ কিন্তু, থামেনি বিতর্ক৷ বিতর্কের আবহে জবাব দিয়েছে খোদ তিন বাহিনীর প্রধান৷
লাশ গণনা যে বায়ুসেনা কাজ নয়, তাও সাফ জানিয়েছে দিয়েছেন, বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়৷ সংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, আমাদের কাজ হল অর্পিত দায়িত্ব সফলভাবে প্রয়োগ করা। নির্দিষ্ট লক্ষ্যে আমার সম্পূর্ণ নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম হয়েছি কিনা সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। সেই আক্রমণে টার্গেটে থাকা কতজনের মৃত্যু হয়েছে সেটা গণনা করা এয়ারফোর্সের পক্ষে সম্ভব নয়। আমাদের ডিউটিও ওটা নয়। সেটা সরকার করবে। তাই বালাকোটে ভারতীয় এয়ারফোর্সের হানায় ঠিক কতজন জঙ্গির মৃত্যু হয়েছে সেকথা এয়ারফোর্স বলতে পারবে না।
বালাকোটে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিরাজ টু থাউজ্যান্ড যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে সেই হামলায় প্রকৃতপক্ষে কতজন জয়েশ-ই-মহম্মদ জঙ্গির মৃত্যু হয়েছে এই তথ্য ও সংখ্যা নিয়ে চলছে দেশে ও বিদেশে প্রবল বিভ্রান্তি ও বিতর্ক৷