সংসদে কেন বলা যাবে না ভারত মাতা কি জয়? মন্তব্য স্পিকারের!

নয়াদিল্লি: সংসদে শপথ গ্রহণে বারংবার উচ্চারিত হয়েছে ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’, ‘জয় শ্রীরাম’ ও ‘আল্লা হু আকবর’৷ কিন্তু, সংসদের অন্দরে কেন উঠবে এহেন ধর্মীয় স্লোগান? লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংবাদমাধ্যমকে জানান, ‘‘কে বলল, আপনি ‘বন্দে মাতরম’, ‘ভারত মাতা কি জয়’ বলতে পারবেন না৷ অপরাধ কোথায়?’ বলেন, ‘সংসদ গণতন্ত্রের মন্দির৷ নির্দিষ্ট নিয়ম মেনে সংসদ

c9e32148083f0322ea3f6dffaf4606e4

সংসদে কেন বলা যাবে না ভারত মাতা কি জয়? মন্তব্য স্পিকারের!

নয়াদিল্লি: সংসদে শপথ গ্রহণে বারংবার উচ্চারিত হয়েছে ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’, ‘জয় শ্রীরাম’ ও ‘আল্লা হু আকবর’৷ কিন্তু, সংসদের অন্দরে কেন উঠবে এহেন ধর্মীয় স্লোগান? লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা  সংবাদমাধ্যমকে জানান, ‘‘কে বলল, আপনি ‘বন্দে মাতরম’, ‘ভারত মাতা কি জয়’ বলতে পারবেন না৷ অপরাধ কোথায়?’

বলেন, ‘সংসদ গণতন্ত্রের মন্দির৷ নির্দিষ্ট নিয়ম মেনে সংসদ চলে৷ আমার মনে হয় না, সংসদ স্লোগান দেওয়া বা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানোর জায়গা৷ আমি সব দলকে অনুরোধ করছি, তাদের সংসদীয় রীতি মেনে চলা উচিত৷ ‘জয় শ্রীরাম’ ‘জয় ভারত’, ‘বন্দে মাতরম’ আমিও বলেছি, তবে সেটা অন্য ইস্যুতে৷ আমরা চেষ্টা করব এরপর সংসদে যেন এমন আর না হয়৷’’ স্পিকারের এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই  স্বাগত জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী৷ সংসদে কংগ্রেসের দলনেতা হিসাবে প্রথম ভাষণেই এই নিয়ে আপত্তি তুলেছিলেন অধীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *