স্বামী বিবেকানন্দকে কেন দেওয়া হল না ভারতরত্ন? প্রশ্ন তুললেন রামদেব

নয়াদিল্লি: এবার সধুদের জন্যও ভারতরত্নের দাবি তুললেন রামদেব৷ এমনিতেই, এবারের ভারতরত্ন নিয়ে রাজনীতির রংয়ের অভিযোগ তুলেছেন অনেকেই৷ বাবা রামদেব অবশ্য সেসব বিতর্ক যাননি৷ তবে, ভারতরত্ন প্রদান নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন৷ তাঁর দাবি, গত ৭০ বছরে কোনও সাধু সন্ন্যাসীকে ভারতরত্ন দেয়নি সরকার৷ আগামী বছর যেন সরকার এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করে৷ এবারে ভারতরত্ন দেওয়া

স্বামী বিবেকানন্দকে কেন দেওয়া হল না ভারতরত্ন? প্রশ্ন তুললেন  রামদেব

নয়াদিল্লি: এবার সধুদের জন্যও ভারতরত্নের দাবি তুললেন রামদেব৷ এমনিতেই, এবারের ভারতরত্ন নিয়ে রাজনীতির রংয়ের অভিযোগ তুলেছেন অনেকেই৷ বাবা রামদেব অবশ্য সেসব বিতর্ক যাননি৷ তবে, ভারতরত্ন প্রদান নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন৷

তাঁর দাবি, গত ৭০ বছরে কোনও সাধু সন্ন্যাসীকে ভারতরত্ন দেয়নি সরকার৷ আগামী বছর যেন সরকার এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করে৷ এবারে ভারতরত্ন দেওয়া হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ একইসঙ্গে শিল্পী ভূপেন হাজারিকা ও ভারতীয় জনসংঘ নেতা ও আরএসএসের প্রচারক নানাজি দেশমুখকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে৷ শনিবার এই প্রসঙ্গে সাংবাদিকদের রামদেব জানান, দেশ সেবার কাজে মহর্ষি দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ কিংবা শিবকুমার স্বামীর মতো একাধিক মানুষের অবদান কম নয়৷ কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার পর থেকে ৭০ বছরের মধ্যেও একজন সন্ন্যাসীও পাননি ভারতরত্ন পুরস্কার৷ তাই আগামী বছর যেন এই বিষয়টি বিবেচনা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =