মোদি ফের প্রধানমন্ত্রী হলে কার উপর দায় চাপালেন কেজরিওয়াল?

নয়াদিল্লি: নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে তার জন্য দায়ী থাকবেন রাহুল গান্ধীই। দিল্লিতে ভোটের দু’দিন আগে শুক্রবার এক সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতিকে এভাবেই আক্রমণ করলেন আম আদমি পার্টি (আপ)-এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে বিজেপি বিরোধী সার্বিক জোট প্রক্রিয়া ব্যর্থ হওয়ার জন্য রাহুলকে দুষে নিশনায় রাখলেন মোদিকেও। বললেন, ‘মেকি দেশাত্মবোধের ধ্বজাধারী মোদির চেয়ে হাজারগুণ বেশি ভালো প্রধানমন্ত্রী

মোদি ফের প্রধানমন্ত্রী হলে কার উপর দায় চাপালেন কেজরিওয়াল?

নয়াদিল্লি: নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে তার জন্য দায়ী থাকবেন রাহুল গান্ধীই। দিল্লিতে ভোটের দু’দিন আগে শুক্রবার এক সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতিকে এভাবেই আক্রমণ করলেন আম আদমি পার্টি (আপ)-এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে বিজেপি বিরোধী সার্বিক জোট প্রক্রিয়া ব্যর্থ হওয়ার জন্য রাহুলকে দুষে নিশনায় রাখলেন মোদিকেও। বললেন, ‘মেকি দেশাত্মবোধের ধ্বজাধারী মোদির চেয়ে হাজারগুণ বেশি ভালো প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের মনমোহন সিং।’ তাৎপর্যপূর্ণভাবে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন দ্বিতীয় ইউপিএ আমলের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শানিয়ে ক্ষমতায় এসেছিলেন কেজরিওয়াল।

সময়টা ছিল ২০১১ সাল। আন্না হাজারে তখন দুর্নীতি-বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রের দ্বিতীয় ইউপিএ সরকারের দুর্নীতিই সেই আন্দোলনের মূল ইস্যু। তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। দুর্নীতি-বিরোধী আন্দোলনে হাজারে সে সময় যে ক’জন ঘনিষ্ঠ সহযোগীকে পেয়েছিলেন, তাঁদের মধ্যে প্রথম সারিতে ছিলেন কেজরিওয়াল। ২০১২ সালের শেষ দিকে কেজরিওয়াল সহ বেশ কয়েকজন নেতা হাজারের দুর্নীতি-বিরোধী মঞ্চ ছেড়ে আম আদমি পার্টি (আপ) গঠন করেন। ২০১৩ সালে দিল্লির বিধানসভা ভোটে লড়াই নামে আপ। তাতে হইহই করে জয়লাভও করে। দিল্লির মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। এদিন সাক্ষাৎকার দিতে গিয়ে সেদিনের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করলেন আপ সুপ্রিমো। তিনি বললেন, ‘২০০৮ সালের শেষ দিকে গোটা বিশ্বে আর্থিক সুনামি হলেও তার ধাক্কা ভারতের গায়ে লাগতে দেননি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন। তিনি এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে হাজারগুণ ভালে ছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =