কোন কুর্সিতে বসবে কে? নয়া ফাইট মাহাজোটের অন্দরে!

মুম্বই: দীর্ঘ নাটক শেষে মহারাষ্ট্রের সিংহাসনে বসতে চলেছে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের মহাজোট৷ মুখ্যমন্ত্রী পদে সেনা প্রধান উদ্ধব থ্যাকারে বসলেও মন্ত্রিসভায় কাদের স্থান দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা৷ অভিমানী অজিত পাওয়ারকে পদ দেওয়া হবে কি না, তা নিয়েও রয়েছে কৌতূহল৷ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে চর্চা চললেও মুখ্যমন্ত্রী পদে উদ্ধবকে বসানোর বিষয়ে সহমত হয়েছে মহাজোট৷ শিবসেনার

কোন কুর্সিতে বসবে কে? নয়া ফাইট মাহাজোটের অন্দরে!

মুম্বই: দীর্ঘ নাটক শেষে মহারাষ্ট্রের সিংহাসনে বসতে চলেছে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের মহাজোট৷ মুখ্যমন্ত্রী পদে সেনা প্রধান উদ্ধব থ্যাকারে বসলেও মন্ত্রিসভায় কাদের স্থান দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা৷ অভিমানী অজিত পাওয়ারকে পদ দেওয়া হবে কি না, তা নিয়েও রয়েছে কৌতূহল৷

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে চর্চা চললেও মুখ্যমন্ত্রী পদে উদ্ধবকে বসানোর বিষয়ে সহমত হয়েছে মহাজোট৷ শিবসেনার তরফে জানানো হয়েছে, আজ বিধায়কদের শপথ অনুষ্ঠানে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন উদ্ধব৷ এবিষয়ে রাজ্যপালের সঙ্গে উদ্ধবের কথা হয়েছে৷ শপথ অনুষ্ঠানে রাজভবনে উপস্থিত থাকা শিবসেনার এক শীর্ষনেতা৷ আরএসএসের নেতা-সহ লালকৃষ্ণ আডবাণী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হতে পারে আমন্ত্রণ৷

মুখ্যমন্ত্রী পদে সহমত হলেও মন্ত্রিসভা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে মহাজোটের নেতারা৷ আপাতত সিদ্ধান্ত হয়েছে, কংগ্রেস ও এনসিপির তরফে পৃথক পৃথক দু’জনকে উপ মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে৷ নাম চূড়ান্তভাবে ঘোষণা না করা হলেও বেশ খানিকটা এগিয়ে কংগ্রেসের বালাসাহেব থোরাট ও এনসিপির জয়ন্ত পাতিল৷

আজ বিধায়কদের শপথের আগে প্রো-টেম স্পিকার হিসেবে বিজেপি বিধায়ক কালিদাস কোলাম্বকরকে নিয়োগ করা হয়৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ আস্তা ভোটের কথা থাকলেও তা আর হচ্ছে না৷ কেনান, সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মুখ্যমন্ত্রী ও উর-মুখ্যমন্ত্রীর পদ থেকে আগেই ইস্তফা দিয়েছেন ৮০ ঘণ্টার মারাঠা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও ৭২ ঘণ্টার উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 15 =