নয়াদিল্লি: শেষ হল জাতীয় নির্বাচন৷ চলছে জনমত সমীক্ষার পালা৷ ধীরে ধীরে প্রকাশিত হতে চলেছে বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষা৷ কার দখলে থাকবে দিল্লি? চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট পেশ করল টাইম নাও এবং রিপাবলিক টিভি৷
মমতার ‘৪২-এ ৪২’-এর টার্গেট পূর্ণ হবে? কী বলছে জনমত সমীক্ষা
২০১৪ সালে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল৷ তারা পেয়েছে ২৮২টি আসন। আর বিজেপি জোট তথা এনডিএ সব মিলিয়ে পেয়েছে ৩৩৪টি আসন। অপরপক্ষে শুধু কংগ্রেস পেয়েছে ৪৪টি আসন। কংগ্রেস জোট তথা ইউপিএ পেয়েছে ৬০টি আসন। অন্যান্যরা ১৪৯টি।
যোগীর রাজ্যে কেমন হবে বিজেপির ফলাফল? কী বলছে জনমত সমীক্ষা
#TimesNowExitPoll | And the countdown ends. TIMES NOW-VMR 2019 Exit Poll National (Overall) Tally:
Seat Share:
BJP+ (NDA): 306
Cong+ (UPA): 132
Others: 104Tune in to TIMES NOW for detailed coverage with @RShivshankar and @navikakumar. pic.twitter.com/uNqlwp7UBE
— TIMES NOW (@TimesNow) May 19, 2019
টাইম নাও সমীক্ষা বলেছে, এবার বিজেপি বা এনডিএ জোট পেতে পারে ৩০৬টি আসন৷ কংগ্রেস ১৩২টি ও অন্যান্য ১০৪টি৷
কটি আসন পেতে পারে বিজেপি? কী বলছে জনমত সমীক্ষা?
#RepublicExitPoll | NDA projected to form the government according to both CVoter and Jan Ki Baat.
Tune in to watch it LIVE here –https://t.co/LGCyJUEBn5 pic.twitter.com/opUlQJzCIu
— Republic (@republic) May 19, 2019
রিপাবলিক টিভি বলছে, বিজেপি বা এনডিএ জোট পেতে ২৯৫-৩১৫, কংগ্রেস বা ইউপিএ জোট ১২২-১২৫, অন্যান্য পেতে পারে ১০২-১২৫টি আসন৷
এবিপি নিয়েলসন বলছে, এমডিএ ২৬৭, কংগ্রেস ১২৭, মহাজোট ১৪৮টি৷
ফলে, তিনটি সমীক্ষায় গেরুয়া ঝড় আসছে, তা কার্যত পরিস্কার৷ তবে, বাস্তবের ফলাফল পাওয়া যাবে ২৩ মে৷