পরবর্তী CJI হবেন কে? জল্পনার অবসান হয়তো হল

পরবর্তী CJI হবেন কে? জল্পনার অবসান হয়তো হল

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এসএ বোবদের অবসরের পর দায়িত্ব গ্রহণ করেছিলেন বিচারপতি এনভি রামানা। আগামী ২৬ আগস্ট এনভি রামানা অবসর গ্রহণ করবেন। কিন্তু তাঁর পর কে হবেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি? সেই প্রশ্নের উত্তর হয়তো মিলল। পরবর্তী প্রধান বিচারপতির নামের সুপারিশ চেয়ে রামানার কাছে চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় আইন মন্ত্রক। সেখানে একটি নাম সুপারিশ করেছেন তিনি।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের চিঠির জবাবে নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি ইউইউ ললিতের নাম সুপারিশ করেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি এনভি রামানা। তাই তিনি যে পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন তা নিয়ে আপাতত কোনও সন্দেহ নেই। নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে বিবেচিত হন। আর এখন রামানার পর ললিতই সবচেয়ে প্রবীণ। সেই প্রেক্ষিতেই তাঁর নাম সুপারিশ করেছেন এনভি রামানা।

১৯৫৭ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করেন ইউইউ ললিত। ১৯৮৩ সাল থেকে আইনজীবী হিসেবে নিজের কাজ শুরু করেন তিনি। প্রায় দু’বছর বোম্বে হাইকোর্টে অনুশীলন সারার পর নয়াদিল্লি চলে আসেন তিনি এবং ২০০৪ সালের এপ্রিল মাস থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে দায়িত্ব সামলানো শুরু করেন। ২০১৪ সালে ললিতকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seven =