কারা থাকবেন ভারতে? কীভাবে মিলবে নাগরিকত্ব? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: কারা ভারতীয় নাগরিকত্ব নিয়ে দেশে থাকতে পারবেন? আর কারা থাকতে পারবে না? এই নিয়ে রয়েছে চূড়ান্ত ধোঁয়াশা৷ কিন্তু, সেই সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দেখেননি, কেন্দ্রের নয়া বিধিতে কারা ভারতীয় হওয়ার যোগ্য? সোমবার, লোকসভায় শীত অধিবেশনে পেশ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল৷ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলে থাকছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্থান থেকে আসা অমুসলিমরা

কারা থাকবেন ভারতে? কীভাবে মিলবে নাগরিকত্ব? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: কারা ভারতীয় নাগরিকত্ব নিয়ে দেশে থাকতে পারবেন? আর কারা থাকতে পারবে না? এই নিয়ে রয়েছে চূড়ান্ত ধোঁয়াশা৷ কিন্তু, সেই সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দেখেননি, কেন্দ্রের নয়া বিধিতে কারা ভারতীয় হওয়ার যোগ্য?

সোমবার, লোকসভায় শীত অধিবেশনে পেশ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল৷ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলে থাকছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্থান থেকে আসা অমুসলিমরা যদি পাঁচ বছর এদেশে শরণার্থী হিসাবে থাকেনস তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাবেন৷ সেই অনুযায়ী ২০১৪ সালে ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের এদেশে থাকতে হবে৷ তবে, ২০১৫ সাল থেকে যে অমুসলিমরা এসেদেশে বসবাস করছেন, তাঁদের কী হবে? সে বিষয়ে বিলে কোনও উল্লেখ করা হয়নি৷

১৯৫৫ সালের নাগরিকত্ব মূল আইনে বলা ছিল, ভারতী হওয়ার জন্য দেশে অন্তত ১১ বছর থাকতে হবে৷ পরে, তা কমিয়ে ছ’বছর করে বিল আনে মোদির সরকার৷ এবার তা আরও একবার কমানো হচ্ছে৷ সংশোধিত আইনে কোনও শরণার্থী অমুসলিম হলফনামা জমা করালেই নাগরিকত্ব পেয়ে যাবেন বলে দাবি করেছে বিজেপি৷

কিন্তু কোনও মুসলিম, হিন্দু বা অন্য ধর্ম গ্রহণ করেন, তাহলে তাঁদের ক্ষেত্রে কী হবে? এখনও মেলেনি উত্তর৷ নয়া এই কার্যকর হলে বাংলায় কমপক্ষে ৭০ লক্ষ মতুয়ার নাগরিকত্ব পেয়ে যাবেন বলে আশা করছে বঙ্গ বিজেপি শিবির৷ আর তাতেই ২০২১ সালে বাংলা ভোটে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে গেরুয়া শিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *