আজ বিকেল: যতই নোটবন্দি, জিএসটি, বেকারত্ব মাথা চাড়া দিক। উঁকি মেরে যাক রাফাল কেলেঙ্কারি তবুও প্রধানমন্ত্রীর আসনের জন্য মোদিকেই এগিয়ে রাখছে দেশবাসী। বুথ ফেরত জনমত সমীক্ষা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। মোদি ছাড়া আর কাউকেই প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে পারছেন না পাঠকদের বৃহদাংশ।
তবে মোদির পরেই স্বপ্নের প্রধানমন্ত্রীর তালিকায় রয়েছে বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকেও অনেকে প্রধানমন্ত্রী হিসবে দেখতে চান। মজার বিষয় হল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে এই কুর্সির লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই করছেন তরুণ বামনেতা কানহাইয়া কুমার। তবে এই ছাত্রনেতার রাজনীতির সূচনা লগ্ন নিয়ে জনমানসে একটা বিরূপ ধারণা রয়েছে।
সে যাইহোক মোদিকেই ফের প্রধানমন্ত্রী দেখতে চায় দেশের বেশিরভাগ মানুষ। চৌকিদার ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা না দিক, আচ্ছে দিন না আসুক স্বচ্ছ ভারত তো হয়েছে। ধর্মের বিভাজনকে এক শ্রেণি খারাপ চোখে দেখলেও বাকিরা কিন্তু পাকিস্তান বিরোধী মনোভাবকেই সবার উপরে রাখছেন। তাই বিজেপি যে ক্ষমতায় ফেরার মূল বাজি হতে চলেছে তা একেবারে নিশ্চিত।
গোটা সমীক্ষাটি পাঠকের মতামতের ভিত্তিতে তুলে ধরা হয়েছে৷ ধন্যবাদ পাঠক, গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য৷