করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে ছাড়পত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে ছাড়পত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নয়াদিল্লি: করোনা চিকিৎসায় জনপ্রিয় হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহারে আর কোনও বাধা নেই বলে জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নোভেল করোনা চিকিৎসায় একাধিক ওষুধের মধ্যে শুরু থেকেই যে ওষুধটির কার্যকারিতার কথা বার বার উঠে এসেছে, সেটি হল হাইড্রক্সিক্লোরোকুইন৷ এনিয়ে অবশ্য কিছু দ্বিমত থেকেই গিয়েছে৷ ভারত, আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই ওষুধ প্রয়োগ করে করোনা রোগীদের চিকিৎসা জারি রয়েছে৷ তবে গত ২৫ মে হঠাৎ ওই ওষুধটি নিয়ে সতর্ক করে বিশ্বের সমস্ত দেশকে ওষুধ প্রয়োগ অস্থায়ীভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করে হু৷ 

‘দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে’ একটি সমীক্ষা প্রকাশিত হওয়ার পর  হু-এর তরফে সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল৷ যেখানে উল্লেখ করা হয়েছিল, ওষুধটি করোনা রোগীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে৷ শেষপর্যন্ত বুধবার ফের হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিকাল ট্রায়াল ফের চালু করার কথা ঘোষণা করল হু৷ এখন এই ওষুধের ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা পদ্ধতিতে পরিবর্তন আনার ‘কোনও কারণ নেই’ বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷

'সলিডারিটি ট্রায়াল' হিসেবে বিশ্বজুড়ে শতাধিক হাসপাতাল নোভেল করোনভাইরাসের বেশ কয়েকটি সম্ভাব্য চিকিৎসার পরীক্ষামূলক ক্ষেত্রে রোগীদের তালিকাভুক্ত করেই সতর্কতা হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছিল তথাকথিত সলিডারিটি ট্রায়ালের কার্যনির্বাহী গোষ্ঠী। ৩৫টি দেশের সাড়ে তিন হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগীদের এই ট্রায়ালের অধীনে আছেন। হাইড্রোক্সাইক্লোরোকুইন সাধারণত বাতের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। তবে মার্কিন তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ জনপ্রতিনিধি স্তরের ব্যক্তিত্বরা কোভিড-১৯ প্রতিরোধ ও চিকিৎসার জন্য ওষুধটিকে সমর্থন করেছেন এবং সরকারকে অবিলম্বে এই ওষুধ প্রচুর পরিমাণে মজুত করার পরামর্শও দিয়েছেন।

সলিডারিটি ট্রায়ালের তথ্য সুরক্ষা এবং পর্যবেক্ষন কমিটিএই সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখেছে, উপলব্ধ মৃত্যুর তথ্যের ভিত্তিতে ট্রায়াল প্রোটোকলটি সংশোধন করার জন্য কমিটির সদস্যরা যে সুপারিশ করেছিলেন তার কোনও প্রয়োজন নেই। ফলে হাইড্রোক্সাইক্লোরোকুইন সহ সলিডারিটি ট্রায়ালের সমস্ত ওষুধের ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পক্ষে সমর্থন পেয়েছে কার্যনির্বাহী গোষ্ঠী এবং তাদের কাছ চালিয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। ট্রায়ালের অধীনে হাইড্রোক্সিক্লোরোকুইন পুনরায় শুরু করার বিষয়ে এর প্রধান গবেষকদের সঙ্গে যোগাযোগ করবে কার্যনির্বাহী গোষ্ঠী। পাশাপাশি সলিডারিটি ট্রায়ালে সমস্ত গবেষণা মূলক চিকিৎসাগুলির খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে তথ্য সুরক্ষা এবং পর্যবেক্ষন কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + eighteen =