নয়াদিল্লি: বিজেপি বিরোধী কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের নাম ছিল ইউপিএ। এখন সেই জোটের নাম হয়েছে ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স। এই নাম নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে। বিজেপি শিবির তো ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। অন্যদিকে এও খবর মিলেছে যে, জোটের ভিতরেই নাকি এই নাম নিয়ে ইস্যু তৈরি হয়েছে। কিন্তু হঠাৎ এই নাম হল কেন? কার মাথা থেকে বেরল এই ‘ইন্ডিয়া’ নাম?
একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, বিজেপি বিরোধী জোটের নামের সঙ্গে ইন্ডিয়া বা ভারত রাখার প্রস্তাব প্রথমে এনেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যদিও তিনি নিজে এই নাম প্রস্তাব করার আগে অনেকের সঙ্গে আলোচনা করেন। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই নামে মমতা রাজি হয়েছিলেন প্রথমেই। কিন্তু কিছু পরিবর্তন করতে বলেন। আসলে রাহুল গান্ধী ইন্ডিয়ার ‘এন’ অক্ষরের অর্থ করেছিলেন ‘নিউ’, মমতা পরামর্শ দেন সেটি ন্যাশনাল করার। আবার ‘ডি’ অক্ষরের অর্থ ‘ডেমোক্রেটিক’ হবে না ডেভেলপমেন্ট, তা নিয়েও আলোচনা হয়েছিল। সোমবার রাতে এই আলোচনার পর মঙ্গলবার বৈঠকের শেষে এই নাম ঘোষিত হয়।
জোটের নয়া নাম ঘোষণার দায়িত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই ছিল। যদিও এমনটাও জানা গিয়েছে, তিনি নাম ঘোষণার পর বিরোধীদের অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। আর এটা যে একটা বড় ইস্যু ইতিমধ্যেই হয়ে গিয়েছে তার প্রমাণ নীতীশ কুমারের বক্তব্য। তিনি এই নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন, কী করে জোটের নাম ‘ইন্ডিয়া’ হতে পারে। শুধু তাই নয়, আচমকা কংগ্রেস জোটের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে এমন ভেবে তিনি আরও অসন্তুষ্ট হয়েছেন বলে সূত্রের খবর।