মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি কারা জানেন?

নয়াদিল্লি: বৃহস্পতিবার দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মোদিকে শপথবাক্য পাঠ করাবেন৷ এদিন রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান৷ মোদির শপথে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে চাঁদের হাট বসতে চলেছে৷ জানা গিয়েছে, মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ,

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি কারা জানেন?

নয়াদিল্লি: বৃহস্পতিবার দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মোদিকে শপথবাক্য পাঠ করাবেন৷ এদিন রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান৷ মোদির শপথে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে চাঁদের হাট বসতে চলেছে৷

জানা গিয়েছে, মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, কিরগীজস্তানের রাষ্ট্রপতিরা৷ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানে গিয়েছে, নেপাল, মরিশাস ও ভুটানের প্রধানমন্ত্রীদের পাশাপাশি শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত থাকবে থাইল্যান্ডের বিশেষ রাষ্ট্রদূতরা৷ বিমসটেকের তথা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের প্রতিনিধিরাও থাকতে পারেন৷ বিমসটেক দেশগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড৷

মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ৷ কিরগিজ রিপাবলিকের প্রেসিডেন্ট সুরনওবে জিনবেকভ৷ মায়ানমারের রাষ্ট্রপতি ইউ উইন মিন্ট৷ নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি৷ মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দর কুমার জুগুনথ৷ থাইল্যান্ডের রাষ্ট্রদূত গ্রিসদা বুনরা৷ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকতে পারেন দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও৷

জানা গিয়েছে, এবার দ্বিতীয় বারের জন্য শপথ নেওয়ার আগে বাংলায় রাজনৈতিক হিংসায় মৃত বিজেপি কর্মী পরিবারকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মোদি৷ বাংলা থেকে ৫৪ জনকে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে খবর৷ ইতিমধ্যেই দিল্লির দিকে রওয়ান হয়ে গিয়েছেন মৃত বিজেপি কর্মীদের পরিবার৷ খুব সম্ভবত তাঁদের সঙ্গে দেখাও করতে পারেন মোদি৷ আগামিকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনেব হবে শপথ অনুষ্ঠান৷ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fifteen =