কুর্সি তুমি কার? গৃহযুদ্ধ এবার গেরুয়া শিবিরে, লড়াইয়ে বিজেপি-সেনা

মুম্বই: একেই বলে ক্ষমতার অলিন্দে থাকার নেশা৷ সদ্য ভোটের ফল ঘোষণা হয়েছে৷ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে মহারাষ্ট্রের ক্ষমতার অলিন্দে বসতে চলেছে বিজেপি-শিবসেনা শিবির৷ কিন্তু কে পাবে মুখ্যমন্ত্রীর কুরসি? এই নিয়েই এবার গৃহযুদ্ধে জড়ালেন শিলসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ৷ চেয়ার নিয়ে দড়ি টানাটানি শুরু হতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

মুম্বই: একেই বলে ক্ষমতার অলিন্দে থাকার নেশা৷ সদ্য ভোটের ফল ঘোষণা হয়েছে৷ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে মহারাষ্ট্রের ক্ষমতার অলিন্দে বসতে চলেছে বিজেপি-শিবসেনা শিবির৷ কিন্তু কে পাবে মুখ্যমন্ত্রীর কুরসি? এই নিয়েই এবার গৃহযুদ্ধে জড়ালেন শিলসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ৷ চেয়ার নিয়ে দড়ি টানাটানি শুরু হতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরপরই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর দাবি ছাড়বেন না৷ পাল্টা দেবেন্দ্র ফড়নবিশ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাঁর সঙ্গে ১৫ নির্দল প্রার্থী যোগাযোগ করছেন৷ ফলে, তাঁর হাতে প্রয়োজনীয় সংখ্যা আছে৷ আর উভয় শিবিরের তরফে মন্তব্য পাল্টা মন্তব্যে গেরুয়া শিবিরের অন্দরে এখন থেকেই শুরু হয়েছে কুরসি দখলের লড়াই৷

২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার বিজেপি-শিবসেনা জোট নিজেদের দখলে রাখতে পেরেছে ১২৬টি আসন৷ গতবারের তুলনায় ২৭টি আসন কম৷ ফলে উভয় শিবির এখন নিজেদের ক্ষমতা আঁকড়ে রাখার পক্ষে লড়াইয়ে নেমেছে৷ ফলাফল প্রকাশ হওয়ার পর শিবসেনা প্রধান সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, মানুষ চেয়েছেন মহারাষ্ট্রের শাসনভার দক্ষ মুখ্যমন্ত্রী হাতে থাক৷

এর পাল্টা মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, শরিকদের সঙ্গে তিনি কুরসি নিয়ে দর কষাকষিতে যেতে চান না৷ কারণ তাঁর হাতে এখনও প্রয়োজনীয় ১৫জন নির্দল প্রার্থী যোগাযোগ করছেন৷ ফলে তাঁদের হাতেও সংখ্যা রয়েছে৷ মহারাষ্ট্রের শাসনক্ষমতা নিয়ন্ত্রণ করতে তাঁদের খুব বেশি সমস্যা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি৷ আর এতেই সিঁদুরে মেঘ দেখছে রাজনৈতিক মহল৷ অনেকেই বলতে শুরু করেছেন, ফলাফল ঘোষণা হওয়ার পরপর বিজেপির সঙ্গে শিবসেনা দ্বন্দ্ব দেশের অর্থনৈতিক রাজধানীতে আদৌ সুশাসন প্রতিষ্ঠিত হবে? প্রশ্নের মুখে মহারাষ্ট্রের ভবিষ্যৎ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *