বর্তমানে ভারতের সব থেকে খারাপ মুখ্যমন্ত্রী কে? নয়া সন্ধান গুগলের

নয়াদিল্লি: দেশের সবচেয়ে খারাপ মুখ্যমন্ত্রী কে? এই প্রশ্ন হয়তো সকলের মাথাতেই একবার না একবার নিশ্চই এসেছে। কেউ কেউ হয়তো সবথেকে খারাপ মুখ্যমন্ত্রী হিসেবে নাম নেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কেউ বা নাম নেবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, তো আবার কেউ নাম নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। মানুষ মাত্রেই হবে মতের বিভিন্নতা। তবে বর্তমানে ভারতের সব

382fef3d4c8c204578dd21aeaa5b69b2

বর্তমানে ভারতের সব থেকে খারাপ মুখ্যমন্ত্রী কে? নয়া সন্ধান গুগলের

নয়াদিল্লি: দেশের সবচেয়ে খারাপ মুখ্যমন্ত্রী কে? এই প্রশ্ন হয়তো সকলের মাথাতেই একবার না একবার নিশ্চই এসেছে। কেউ কেউ হয়তো সবথেকে খারাপ মুখ্যমন্ত্রী হিসেবে নাম নেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কেউ বা নাম নেবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, তো আবার কেউ নাম নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। মানুষ মাত্রেই হবে মতের বিভিন্নতা। তবে বর্তমানে ভারতের সব থেকে খারাপ মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন! এ কথা আমরা একবারও বলিনি। বরং ইংরেজিতে সার্চ করলে গুগল এরকম রেজাল্টই দেখাচ্ছে।

এই ঘটনা সামনে আসার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি গোটা রাজনৈতিক মহলে হইচই পরে গিয়েছে। তবে গুগলের এই কীর্তি এই প্রথম নয়। এর আগে গুগলে ‘ইডিয়ট’ লিখে সার্চ করলেই ভেসে উঠত ট্রাম্পের নাম। ‘ভিখারী’ লিখলেই ভেসে উঠত ইমরান খানের নাম। গুগলের সিইও সুন্দর পিচাই জানান, এটি প্রতিষ্ঠানটির ইচ্ছাকৃত কোনো বিষয় নয়। ২০০টির মতো বিষয় বিবেচনায় নিয়ে কাজ করে গুগলের সার্চ অপশন। এর মধ্যে প্রাসঙ্গিকতা, জনপ্রিয়তা ও অন্যরা কীভাবে সার্চ অপশনটি ব্যবহার করছে, এগুলো গুরুত্বপূর্ণ। এমনকি বিষয়টি গুগলের নিয়ন্ত্রণেও হয় না বলেও দাবি করেন সুন্দর পিচাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *