রাহুলের ফেলে যাওয়া সভাপতি দলে কে? বিপাকে সোনিয়া

নয়াদিল্লি: বুধবার আনুষ্ঠানিক ভাবে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন রাহুল গান্ধী৷ টুইট করে জানিয়ে দিয়েছেন, তিনি আর কংগ্রেসের সভাপতি পদে নেই৷ কিন্তু, এখন প্রশ্ন উঠছে, রাহুলের ফেলে যাওয়া পদে কে হবেন কংগ্রেসের পরবর্তী সভাপতি? কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হাতে এসেছে বেশ কিছু নামের তালিকা৷ পরবর্তী সভাপতি খুঁজতে ইতিমধ্যেই হিমসিম অবস্থা কংগ্রেস শিবিরে৷ বিপাকে পড়েছেন সোনিয়া গান্ধী৷

রাহুলের ফেলে যাওয়া সভাপতি দলে কে? বিপাকে সোনিয়া

নয়াদিল্লি: বুধবার আনুষ্ঠানিক ভাবে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন রাহুল গান্ধী৷ টুইট করে জানিয়ে দিয়েছেন, তিনি আর কংগ্রেসের সভাপতি পদে নেই৷ কিন্তু, এখন প্রশ্ন উঠছে, রাহুলের ফেলে যাওয়া পদে কে হবেন কংগ্রেসের পরবর্তী সভাপতি? কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হাতে এসেছে বেশ কিছু নামের তালিকা৷

পরবর্তী সভাপতি খুঁজতে ইতিমধ্যেই হিমসিম অবস্থা কংগ্রেস শিবিরে৷ বিপাকে পড়েছেন সোনিয়া গান্ধী৷ সূত্রের খবর, পরবর্তী সভাপতি খুঁজতে দলের প্রবীণ নেতারা গভীর রাত পর্যন্ত বৈঠকে ব্যস্ত ছিলেন৷ আজ, বৃহস্পতিবার প্রিয়াঙ্কা গান্ধি টুইটে বলেছেন, রাহুলের মতো সাহস খুব কম লোকেরই আছে৷

পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে গুলাম নবি আজাদ, মুকুল ওয়াসনিক, আহমেদ প্যাটেল, এ কে অ্যান্টনি, অশোক গেহলতরা দফায় দফায় বৈঠকে বসছেন৷ গান্ধি পরিবারকে বাদ দিয়ে কংগ্রেস সভাপতি খোঁজার কাজ করেছেন সোনিয়া৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আপাতত সুশীলকুমার সিন্ধে, মল্লিকার্জুন খাড়গে, গুলাম নবি আজাদ, অশোক গেহলতের নাম নিয়ে আলোচনা করছেন৷ জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে ওয়ার্কিং কমিটির বৈঠক৷ আপাতত রাহুলের জায়গায় একজন অন্তর্বর্তী সভাপতি নিযুক্ত হবেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 11 =