নয়াদিল্লি: আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেবেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে শপথ নেবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যরাও। রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা ৭টার সময় ওই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। আজ এক বিবৃতিতে এ কথা জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি ভবন।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় এবার কারা জায়গা পেতে চলেছেন, তা নিয়ে ইতিমধ্যেই তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহের এবারের লক্ষ্য একেবারে তরুণ মন্ত্রিসভা গঠন। অর্থাৎ এক্ষেত্রে এবার গুরুত্ব পেতে চলেছেন গেরুয়া শিবিরের ইয়ং ব্রিগেডের সদস্যরাই। জানা যাচ্ছে, নরেন্দ্র মোদির নয়া মন্ত্রিসভায় এবার প্রধানত জায়গা পেতে চলেছেন ৬০ বছরের কম বয়সি সংসদ সদস্যরা। ইয়ং ব্রিগেডের পাশাপাশি একইভাবে সীমিত মন্ত্রিসভা গঠনের উপরেও নরেন্দ্র মোদি জোর দিচ্ছেন। অর্থাৎ এবার একেবারেই ‘জাম্বো মিনিস্ট্রি’ হবে না।