নয়াদিল্লি: বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন চন্দ্রশেখর আজাদ। উত্তরপ্রদেশ ভীম আর্মির সুপ্রিমো। এতদিন এই দলকে অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন হিসাবে দাবি করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি মীরাটে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠকের পরই তিনি ঘোষণা করেন বারাণসী থেকে প্রার্থী হতে চান।
দিল্লির যন্তরমন্তরে সভা থেকে তিনি ঘোষণা করেছেন, বারাণসীতে তিনি প্রার্থী হবেন। আর তৎক্ষণাৎ রীতিমতো জল্পনা শুরু হয়ে যায় তাহলে কি তিনিই হবেন জোটপ্রার্থী? যেহেতু তিনি প্রার্থী হতে চলেছেন ঠিক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আলোচনার পরই, তাই ধরেই নেওয়া হচ্ছে তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী নাও দিতে পারে। বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টির জোট প্রার্থী অন্য কেউ হবেন নাকি এই প্রার্থীর জন্য ওই জোটও নিজেদের প্রার্থী না দিয়ে লড়াইটা একের বিরুদ্ধে এক করবে সেটা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে মায়াবতী কখনওই রাজি হবেন না ভীম আর্মিকে জায়গা ছেড়ে দিতে। চন্দ্রশেখর আজাদের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় রাজনৈতিক কৌশলের অঙ্গ।