রাম মন্দির নির্মাণে ট্রাস্টের দায়িত্বে কারা? বিল আসতে পারে কেন্দ্র

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে রামমন্দির নির্মাণের ভার এখন কার্যত কেন্দ্রের উপরে৷ শীর্ষ আদালতের বেঁধে দেওয়া ৩ মাসের মধ্যে মন্দির নির্মাণের নীতি চূড়ান্ত করতে হবে৷ গড়তে হবে ট্রাস্ট৷ কিন্তু, প্রশ্ন উঠছে এই ট্রাস্টে থাকবেন কারা? মোদি, অমিত শাহরা ছাড়াও আর কে থাকতে পারেনট্রাস্টে? বাড়ছে জল্পনা৷ খুব সম্ভবত বিষয়টি চূড়ান্ত করতে শীতকালীন অধিবেশনে সংসদে কেন্দ্র বিল আনতে

রাম মন্দির নির্মাণে ট্রাস্টের দায়িত্বে কারা? বিল আসতে পারে কেন্দ্র

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে রামমন্দির নির্মাণের ভার এখন কার্যত কেন্দ্রের উপরে৷ শীর্ষ আদালতের বেঁধে দেওয়া ৩ মাসের মধ্যে মন্দির নির্মাণের নীতি চূড়ান্ত করতে হবে৷ গড়তে হবে ট্রাস্ট৷ কিন্তু, প্রশ্ন উঠছে এই ট্রাস্টে থাকবেন কারা?

মোদি, অমিত শাহরা ছাড়াও আর কে থাকতে পারেনট্রাস্টে? বাড়ছে জল্পনা৷ খুব সম্ভবত বিষয়টি চূড়ান্ত করতে শীতকালীন অধিবেশনে সংসদে কেন্দ্র বিল আনতে পারে৷

অন্যদিকে, কেন্দ্রের দেওয়া জমি আদৌ নেওয়া হবে কি না, তা চূড়ান্ত করতে ২৬ তারিখ সিদ্ধান্ত নেবে সুন্নি ওয়াকফ বোর্ড৷ মসজিদের জন্য বিকল্প পাঁচ একর জমি দেওয়ার বিষয়টি ‘অপমান’ বলেও মন্তব্য করেছেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি৷

সূত্রের খবর, রামমন্দির নির্মাণে ট্রাস্ট তৈরি হতে পারে গুজরাটের সোমনাথ মন্দিরে মডেলে৷ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে ট্রাস্টের সাত সদস্যের বোর্ডের দায়িত্ব যেতে পারে মোদি-অমিত শাহদের হাতে৷ বাকিদের সহমতের ভিত্তিতে নেওয়া হতে পারে বলে খবর৷বোর্ডে থাকতে পারেন যোগী আদিত্যনাথ৷

এই ট্রাস্ট থাকতে পারে সংস্কৃতিমন্ত্রকের আওতায়৷ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল জানিয়েছেন, এই মামলায় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তালিকাভুক্ত নথিগুলি নিয়ে একটি বই প্রকাশের করা হতে পারে৷ পাশাপাশি সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ট্রাস্ট সংক্রান্ত বিল আনতে পারে কেন্দ্র৷ এবার অধিবেশন শুরু হবে চলতি মাসের ১৮ তারিখ৷ সেখানে বিলটিতে আনা হতে পারে৷ একইসঙ্গে থাকবে ১৮৮২, ভারতীয় ট্রাস্ট আইন অনুযায়ী ‘রামমন্দির ট্রাস্ট’ গঠন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − thirteen =