Aajbikel

স্বপ্নের প্রধানমন্ত্রী হিসাবে কাকে বেছে নিতে চান আপনি?

আজ বিকেল: গত বছরই যোগগুরু রামদেব বলেছিলেন, উনিশের লোকসভার পর মোদির প্রধানমন্ত্রী হওয়াটা কিন্তু কষ্টসাধ্য। এদিকে মাসখানেক আগেই ভোল বদলে গিয়ে বলেন, মোদিই ভারত মাতার যোগ্য সন্তান। তাই ফের মোদির নেতৃত্বে দিল্লিতে রাজ করবে বিজেপি। আচ্ছে দিন থেকে চৌকিদারি, স্বচ্ছ ভারত থেকে ডিজিটাল ইন্ডিয়া, আপ কি বার থেকে ফিরসে মোদি সরকার। আপনার স্বপ্নের প্রধানমন্ত্রী কী
 | 
স্বপ্নের প্রধানমন্ত্রী হিসাবে কাকে বেছে নিতে চান আপনি?

আজ বিকেল: গত বছরই যোগগুরু রামদেব বলেছিলেন, উনিশের লোকসভার পর মোদির প্রধানমন্ত্রী হওয়াটা কিন্তু কষ্টসাধ্য। এদিকে মাসখানেক আগেই ভোল বদলে গিয়ে বলেন, মোদিই ভারত মাতার যোগ্য সন্তান। তাই ফের মোদির নেতৃত্বে দিল্লিতে রাজ করবে বিজেপি। আচ্ছে দিন থেকে চৌকিদারি, স্বচ্ছ ভারত থেকে ডিজিটাল ইন্ডিয়া, আপ কি বার থেকে ফিরসে মোদি সরকার। আপনার স্বপ্নের প্রধানমন্ত্রী কী নরেন্দ্র মোদি? যদি তিনি না হন তাহলে কে? ঠাট্টার ছলে জোট সরকারের নেতাদের এক একদিন করে প্রধানমন্ত্রীত্ব ভাগ করে দিয়েছিল বিজেপি নেতারা। মমতার ভাগে পড়েছিল রবিবার। এসব বিদ্রূপ সরিয়ে রেখে চৌকিদারের পরিবর্তে আপনি ঠিক কাকে চান?

অমরাবতীর দায়িত্বে থাকা চন্দ্রবাবু নায়ডু, নাকি দলিত নেত্রী মায়াবতী, যিনি নিজের মূর্তি গড়তেই কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ফেলেছেন। আর চন্দ্রবাবু তো এই সেদিন মোদির সঙ্গেই ছিলেন অমরাবতী নিয়ে কেন্দ্রে নিস্পৃহতাই তাঁকে বিরোধী দলে এনে ফেলেছে। অখিলেশ বাবার হাত থেকে দলের ক্ষমতা নিয়ে নিলেও রাজ্যকে কিন্তু যোগীর হাতে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। পড়ে থাকেন তেজস্বী যাদব, গবাদি পশু কেলেঙ্কারি থাকে টাকা নয়ছয়, হাজারটা মামলায় ফেঁসে গারদের অন্দরে লালুপ্রসাদ যাদব, সাধের বিহারেও চলছে নীতিশ কুমারের সরকার।

মহাগাঠবন্ধনও আরজেডি জেডইউ-কে বেশিদিন বেঁধে রাখতে পারেনি। রাজনীতিতে নিতান্তই বাচ্চা তেজস্বী যাদব কী জোট সরকারের প্রধানমন্ত্রী হতে পারবেন? লাখ টাকার প্রশ্ন। যদি সমর্থনের বিচারে জোটে না থাকা সিপিএম এগিয়ে যায় তাহলে বিজেপিকে রুখতে কী কানহাইয়া কুমারকে সুযোগ দেবেন বিরোধী নেতৃত্ব? সেই কানহাইয়া যাঁর সংসদীয় রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছিল জেএনইউ ক্যাম্পাস। একদা ছাত্রনেতা থেকে এখন সাংসদ হওয়ার লড়াইয়ে অংশ নিয়েছেন তিনি। রাহুল গান্ধীকে নিয়ে সমস্ত প্রশ্ন এখানে উহ্যই থাক।

এবার পড়ে থাকলেন তৃণমূলনেত্রী। প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। জোটের অন্যরা এবং দলীয় নেতা সমর্থকরা তা মেনে নিলেও মমতা কিন্তু প্রকাশ্যেই জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী হতে চান না। যদি জোট সরকার বিজেপিকে সংখ্যা গরিষ্ঠের বিচারে পিছনে ফেল দেয় তাহলে আপনি কী মমতাকে প্রধানমন্ত্রী চাইবেন? জানান আপনার মতামত৷ আপনার দেওয়া মতামত প্রকাশিত হবে AajBikel.com-এ৷

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Around The Web

Trending News

You May like