নয়াদিল্লি: আগেও আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে মোদী সরকারের ‘আরোগ্য সেতু’ অ্যাপ৷ এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু(WHO) এর মুখে মোদী সরকারের ‘আরোগ্য সেতু’ অ্যাপের প্রশংসা৷ মঙ্গলবার করোনা মোকাবিলায় আরোগ্য সেতু অ্যাপের প্রশংসা করে টুইট করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে৷ টুইটে লেখা হয়, আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করেছে ১৫ কোটি মানুষ৷ এই অ্যাপের সাহায্য শহরের জনস্বাস্থ্য বিভাগগুলির সুবিধা হচ্ছে কোথায় সংক্রমণের সংখ্যা বেশি৷ সেখানে তারা করোনা পরীক্ষার পরিষেবা আরও উন্নত করতে সক্ষম হচ্ছে৷ প্রসঙ্গত, এর আগে আরোগ্য সেতু অ্যাপের ভুয়সী প্রশংসা করেছিলেন ধনকুবের বিল গেটস৷ এছাড়াও বিশ্ব ব্যাঙ্কও এই অ্যাপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল৷
এপ্রিল মাসে যখন করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে গোটা দেশে৷ সেইসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূয়সী প্রশংসা করে চিঠি লিখেছিলেন বিল গেটস৷ সেখানে তিনি লিখেছিলেন, ‘আপনার নেতৃত্ব খুবই প্রশংসাযোগ্য। আপনি এবং আপনার সরকার ভারতে করোনাভাইরাস সংক্রমণের হার কমাতে যে সমস্ত পদক্ষেপ করেছে, তা এক কথায় প্রশংসনীয়। যেমন দেশব্যাপী লকডাউন ঘোষণা করা, কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং সংক্রমণ প্রতিহত করার জন্য হটস্পটগুলিকে চিহ্নিত করা, নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জরুরি রেসপন্স প্যাকেজ ইত্যাদি৷ একইসঙ্গে আরোগ্য সেতু অ্যাপেরও প্রশংসা করেন তিনি৷
প্রসঙ্গত, ‘আরোগ্য সেতু’ অ্যাপ ব্যবহারকারীর ১-১০ কিমি দূরত্ব পর্যন্ত কোনও করোনা রোগী রয়েছেন কিনা তা জানা যায় এই অ্যাপটির মাধ্যমে। এছাড়াও করোনা নিয়ে নানান তথ্য পাওয়া যায় ‘আরোগ্য সেতু’ অ্যাপ-এর মাধ্যমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকর্তা টেড্রোজ আধানম ঘেব্রিয়েসুস ভারত সরকারের তৈরি ‘আরোগ্য সেতু’ অ্যাপ-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই অ্যাপটির মাধ্যমে সংশ্লিষ্ট স্বাস্থ্য দফতরও সহজেই করোনাপ্রবণ এলাকা চিহ্নিত করতে পারে। এই অ্যাপটির মাধ্যমে দ্রুত করোনাপ্রবণ এলাকা চিহ্নিত হওয়ার পরে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কাজও আরও সহজ হয়ে যায়।