ভেঙে পড়েছে বিপিন রাওয়াতের হেলিকপ্টার, কারা ছিলেন ভেতরে

ভেঙে পড়েছে বিপিন রাওয়াতের হেলিকপ্টার, কারা ছিলেন ভেতরে

কুন্নুর: মাঝ আকাশে দুর্ঘটনার কবলে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার। মাঝ আকাশ থেকেই কোয়েম্বাটুর থেকে সুলুরের মধ্যে চপার ভেঙে পড়ে। মারাত্মক এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর এবং বাকিদের ব্যাপারে এখনও স্পষ্ট ভাবে তথ্য মেলেনি। তবে এই হেলিকপ্টারে কারা কারা ছিলেন তা জানতে পারা গিয়েছে। স্থানীয়রা ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় দুটি মৃতদেহ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং পরে আরও দু’জনের মৃত্যুর খবর আসে।

তথ্য অনুযায়ী, যে চপার দুর্ঘটনার কবলে পড়েছে সেটি হল MI-17, এবং এর ভেতরে সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী ছাড়াও ছিলেন নায়েক গুরসেবক সিং, নায়ক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল। জানা গিয়েছে, মাত্র কুড়ি মিনিটের সফর ছিল তাঁদের কিন্তু আকাশে ওড়ার আট দশ মিনিটের মাথাতেই এই বিরাট দুর্ঘটনা ঘটে যায়।

ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত বায়ুসেনার স্থানীয় কর্তারা এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে আগুন লেগে গিয়েছিল এখন নেভানোর চেষ্টা করা হচ্ছে এবং একে একে কপ্টারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী সিডিএস বিপিন রাওয়াকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনার খবর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সবেমাত্র জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বায়ুসেনা এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − ten =