কোন পথে এগিয়ে আসছে ‘ফনি’? দেখুন ঝড়ের মানচিত্র

কলকাতা: আসছে ঘূর্ণিঝড় ফনি৷ চালাতে পারে ভয়ঙ্কর তাণ্ডব৷ দক্ষিণবঙ্গজুড়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ হওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে উপকূল অঞ্চলে শুরু হয়ে যাবে ‘ফনি’র দাপট৷ ৩ মে গোপালপুর ও চাঁদবালির মাঝে আছড়ে পড়বে ঝড়৷ আগামী শনিবার ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে জারি হয়েছে পূর্বাভাস৷ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে৷

কোন পথে এগিয়ে আসছে ‘ফনি’? দেখুন ঝড়ের মানচিত্র

কলকাতা: আসছে ঘূর্ণিঝড় ফনি৷ চালাতে পারে ভয়ঙ্কর তাণ্ডব৷ দক্ষিণবঙ্গজুড়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ হওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে উপকূল অঞ্চলে শুরু হয়ে যাবে ‘ফনি’র দাপট৷ ৩ মে গোপালপুর ও চাঁদবালির মাঝে আছড়ে পড়বে ঝড়৷ আগামী শনিবার ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে জারি হয়েছে পূর্বাভাস৷ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে৷

ঘূর্ণিঝড়ের জেরে আগামী শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তুমুল ঝড় ও সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। সেজন্য দক্ষিণবঙ্গবাসীকে আগেভাগে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর৷ বাংলার উপকূলে ঝড়ের প্রভাব টের পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে৷

আসছে ঘূর্ণিঝড় ফনি, বাতিল ৭৪টি ট্রেন

শনিবার দক্ষিণবঙ্গের উপকূলে হাওয়ার গতি ঘণ্টায় ১১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে৷ ওড়িশা হয়ে ফনি বাংলা হয়ে বাংলাদেশে ঢুকতে পারে৷ শুক্রবার ওড়িশায় তাণ্ডব চালানোর পর ফনি লক্ষ্য হতে পারে বাংলা৷ পশ্চিমবঙ্গে ফনি ঢুকতে পারে শনিবার৷ শনিবার দিনভর দাপট দেখানোর পর রবিবার বাংলাদেশের দিকে চলে গিয়ে দুর্বল হতে পারে ফনি৷

কোন পথে এগিয়ে আসছে ‘ফনি’? দেখুন ঝড়ের মানচিত্রঘূর্ণিঝড়ের জেরে শুক্র ও শনিবার অতিভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। শুক্রবার থেকে  বাংলার উপর প্রভাব ফেলবে ফনি৷ নোটিস জারি করে পূর্বাভাস দিয়েছে দিল্লি মৌসম ভবন৷ দিল্লি মৌসম ভবনের তরফে নোটিসে দিয়ে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ফনির প্রভাবে কলকাতায় তীব্র ঝড় বয়ে যেতে পারে৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে তিলোত্তমা কলকাতা৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ ভাসতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলী৷ শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ কলকাতাসহ দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান ও মুর্শিদাবাদ৷

কোন পথে এগিয়ে আসছে ‘ফনি’? দেখুন ঝড়ের মানচিত্রফনির প্রভাবে প্রাণহানি এড়াতে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনার উপকূলবর্তী নিচু এলাকা খালি করতে নির্দেশ দিয়েছে মৌসম ভবন। ঝড় আঘাত হানলে নিয়ন্ত্রিত হতে পারে যান ও ট্রেন চলাচল। শনিবার দীর্ঘক্ষণ বন্ধ থাকতে পারে দমদম বিমানবন্দরের রানওয়ে। নাগাড়ে বৃষ্টির জেরে নীচু এলাকায় প্লাবনের সম্ভাবনাও রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + five =