উপনির্বাচনে অসম-মধ্যপ্রদেশ-কর্ণাটক-তেলেঙ্গানায় এগিয়ে কোন দল?

উপনির্বাচনে অসম-মধ্যপ্রদেশ-কর্ণাটক-তেলেঙ্গানায় এগিয়ে কোন দল?

নয়াদিল্লি:  একদিকে পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা চলছে। অন্যদিকে, চলছে ১২টি রাজ্য ও ১টি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ২৫টি আসনে ভোট গণনা৷ 

অসমের গোসাইগাঁও আসনে এগিয়ে কংগ্রেস৷ কর্ণাটকের সিন্দগিতে বিজেপি, হাঙ্গলে কংগ্রেস এগিয়ে রয়েছে৷ মধ্যপ্রদেশের তিনটি আসনেই এগিয়ে বিজেপি৷ তেলেঙ্গানার হুজুরাবাদে এগিয়ে টিআরএস৷ 

পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে প্রেস্টিজফাইট৷ চতুর্থ রাউন্ড গণনার পর দিনহাটায় ২৯ হাজার ৬৫৮ ভোটে এগিয়ে রয়েছেন উদয়ন গুহ৷ গোসাবায় দ্বিতীয় রাউন্ড শেষে ২২ হাজার ৩৩ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের সুব্রত মণ্ডল৷ শান্তিপুরে প্রথম রাউন্ড গণনা শেষে ৬,৩৩৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী৷ খড়দায় এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 1 =