WhatsApp Pay-র গ্রাহকদের লেনদের তথ্য কোথায় রাখা হবে? জানতে চাইল শীর্ষ আদালত

ভারতে পেমেন্ট সার্ভিস শুরু করতে চায় মার্কিন মেসেজিং কোম্পানি WhatsApp। রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র পেলেই শুরু হবে WhatsApp Pay সার্ভিস৷ তবে ভারতবাসীর পেমেন্টের তথ্য WhatsApp কোথায় স্টোর করবে সেই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ককে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম না মেনে পেমেন্ট সার্ভিস চালু করার অভিযোগ উঠেছিল WhatsApp এর বিরুদ্ধে৷ এই ঘটনায় WhatsApp কর্তৃপক্ষের

195117d37d612dc0bf962b2cadb2dd7e

WhatsApp Pay-র গ্রাহকদের লেনদের তথ্য কোথায় রাখা হবে? জানতে চাইল শীর্ষ আদালত

ভারতে পেমেন্ট সার্ভিস শুরু করতে চায় মার্কিন মেসেজিং কোম্পানি WhatsApp। রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র পেলেই শুরু হবে WhatsApp Pay সার্ভিস৷ তবে ভারতবাসীর পেমেন্টের তথ্য WhatsApp কোথায় স্টোর করবে সেই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ককে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম না মেনে পেমেন্ট সার্ভিস চালু করার অভিযোগ উঠেছিল WhatsApp এর বিরুদ্ধে৷ এই ঘটনায় WhatsApp কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের হয় মামলা৷

ভারতে ২০ কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন৷ এই বিশাল পরিমাণ গ্রাহকের পেমেন্টের তথ্য দেশের মধ্যেই রাখতে হবে গত ১৪ জানুয়ারি হাইকোর্ট নির্দেশ দেয়৷ এবং রিজার্ভ ব্যাংকের আবেদনপত্র দাখিল করার আবেদন জানানো হয়৷ এরপরই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *