নয়াদিল্লি: কোথায় রাখা হয়েছে ভারতীয় নিখোঁজ পাইলটকে? তথ্য জানতে চেয়ে পাক রাষ্ট্রদূত সইদ হায়দার শাহকে তলব করল বিদেশ মন্ত্রক৷ অবিলম্বে গোটা ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, জবাব চাওয়া হলেও থেমে নেই ভারত৷ বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে চলছে সন্ধান৷
অন্যদিকে, সংবাদ মাধ্যমকে এই মুহূর্তে তাঁর সঙ্গে যোগাযোগ না করার আর্জি জানালেন পাকিস্তানে আটক পাইলট অভিনন্দনের বাবা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল। তিনি জানান, ছেলে অভিনন্দনের বিষয় কোনও তথ্যই তাঁর পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়৷
Delhi: Pakistan Deputy High Commissioner Syed Haider Shah at South Block. He had been summoned by Ministry of External Affairs. pic.twitter.com/ZZEb0tAQ8z
— ANI (@ANI) February 27, 2019
বুধবার সকালেই জানা গিয়েছিল পাক বায়ুসেনার একটি যুদ্ধ বিমান মেরে নামিয়েছে ভারতীয় বায়ুসেনা। পরে বিকেলে সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানান, পাকিস্তানের এই বিমানটিকে মেরে নামানোর পর, ভারতীয় বায়ুসেনার এক জন পাইলট এখনও পর্যন্ত নিখোঁজ৷ পাকিস্তান দাবি করেছে, ওই পাইলট তাদের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করছে নয়াদিল্লি।
এদিন সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক ডেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানান, ‘‘গোটা অভিযানে আমরা একটি মিগ বিমান হারিয়েছি। পাকিস্তানের দাবি, সেই বিমানের পাইলট তাদের কাছে রয়েছে৷ সকালে পাক বিমান হামলার চেষ্টা করলেও ব্যর্থ হয়৷’’
এই হমলার পর পাক সেনার মুখপাত্র দাবি করে, ২ জন IAF পাইলটকে গ্রেফতার করা হয়েছে। একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। অপরজন বিপন্মুক্ত। পাকিস্তানের এই দাবির ভিত্তিতে গোটা ঘটনার ব্যাখা দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার৷