নয়াদিল্লি: পুরী থেকে সাইক্লোন ফনি বৃহস্পতিবার ভোরে ছিল ৫০০ কিলোমিটার দূরে। ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে তা এগিয়ে আসছে ওড়িশার দিকে। শুক্রবার বিকেলের পর যে কোনও সময় তা আছড়ে পড়বে পুরীর দক্ষিণে। ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা।
Extremely Severe #FaniCyclone about 450 km south-southwest of Puri at 0530 hrs IST of 02nd May 2019. To cross Odisha coast around Puri by afternoon of 3rd May.
— PIB India (@PIB_India) May 2, 2019
#CycloneFanu #IndianNavy ships Sahyadri, Ranvir & Kadmatt with HADR stores onboard will be following the Cyclone keeping South of the ‘Eye of Storm’ and remain standby to be the ‘First responder at place of Cyclone crossing coast @SpokespersonMoD @DefenceMinIndia @nsitharaman pic.twitter.com/aG6lbsRD6X
— SpokespersonNavy (@indiannavy) May 2, 2019
উপকূল থেকে ৮ লক্ষ বাসিন্দাকে ৮৮০টি সাইক্লোন রিলিফ সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুরী, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালেশ্বর, ময়ুরভঞ্জ, গজপতি, গঞ্জাম থেকে লোকজনকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কুড়ি বছর আগেকার সুপার সাইক্লোনের পর এতবড় ঘূর্ণিঝড় আসেনি। সতর্ক রয়েছে বিমানবাহিনী, উপকূলরক্ষী বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল, দমকল। আগামি তিনদিন সব স্কুলকলেজে ছুটি দেওয়া হয়েছে। ছুটি বাতিল হয়েছে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের। একইসঙ্গে পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রেও রয়েছে বাড়তি সতর্কতা।