কোথায় যাচ্ছেন ভোটিং মেশিন? প্রতি মুহূর্তের আপডেট নেবে কমিশন

নয়াদিল্লি: ভোট কর্মীরা ভোটিং মেশিন নিয়ে কোথায় যাচ্ছেন তা নজরে রাখতে এবার GPS বসানো হবে ভোটকর্মীদের গাড়িতে। সাত দফায় লোকসভা নির্বাচনের সময় সংরক্ষিত ইভিএম ও ভিভিপিএটি বহনকারী গাড়িগুলি কোথায় কোন রাস্তায় যাচ্ছে তা চিহ্নিত করার জন্য জরুরি ভিত্তিতে কর্মীদের গাড়িতে জিপিএস বসানো হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে৷ গত বছরের শেষের দিকে পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা

কোথায় যাচ্ছেন ভোটিং মেশিন? প্রতি মুহূর্তের আপডেট নেবে কমিশন

নয়াদিল্লি: ভোট কর্মীরা ভোটিং মেশিন নিয়ে কোথায় যাচ্ছেন তা নজরে রাখতে এবার GPS বসানো হবে ভোটকর্মীদের গাড়িতে। সাত দফায় লোকসভা নির্বাচনের সময় সংরক্ষিত ইভিএম ও ভিভিপিএটি বহনকারী গাড়িগুলি কোথায় কোন রাস্তায় যাচ্ছে তা চিহ্নিত করার জন্য জরুরি ভিত্তিতে কর্মীদের গাড়িতে জিপিএস বসানো হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে৷

গত বছরের শেষের দিকে পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের সময় হোটেল, রাস্তায় এমনকি এমএলএর বাসভবনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ভিভিপিএটি মেশিন পাওয়া যাওয়া৷ গতবার একের পর এক অভিযোগ সামনে আসার পরেই এবার আগে থেকেই সতর্ক কমিশন৷

সমস্ত রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, সংরক্ষিত ইভিএম ও পেপার ট্রেল মেশিন একদম শুরু থেকে কোথায় কোথায় ঘুরছে তা সাবধানে নজরে রাখতে হবে। এই উদ্দেশ্যেই, রিজার্ভ মেশিন বহনকারী সকল সেক্টর অফিসারের গাড়িতে GPS ট্র্যাকিং সিস্টেম বসিয়ে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + sixteen =