কোথায় আছেন সাংসদ অনুপম? BJP নাম লেখাচ্ছেন কারা? জবাব মুকুলের

বিজেপি যোগ দেওয়ার পর চারকি দেওয়ার নামে প্রতারণা মামলায় ‘দু’বেলা’ আদালতে ছুটতে হচ্ছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানকে৷ মামলার ভয়েই কি জোড়াফুল ছেড়ে পদ্মফুলে নাম লেখাতে ভয় পাচ্ছেন বোলপুরের সাংসদ অনুপম হাজরা? এই জল্পনার মাঝেই অনুপম হাজরার নিখোঁজ রহস্যের জবাব দিয়েই ফেললেন বিজেপি নেতা মুকুল রায়৷ এই প্রসঙ্গে মুকুল রায়ের সাফ জবাব, ‘‘আমার বাড়িতেই রয়েছেন অনুপম। কিন্তু

কোথায় আছেন সাংসদ অনুপম? BJP নাম লেখাচ্ছেন কারা? জবাব মুকুলের

বিজেপি যোগ দেওয়ার পর চারকি দেওয়ার নামে প্রতারণা মামলায় ‘দু’বেলা’ আদালতে ছুটতে হচ্ছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানকে৷ মামলার ভয়েই কি জোড়াফুল ছেড়ে পদ্মফুলে নাম লেখাতে ভয় পাচ্ছেন বোলপুরের সাংসদ অনুপম হাজরা? এই জল্পনার মাঝেই অনুপম হাজরার নিখোঁজ রহস্যের জবাব দিয়েই ফেললেন বিজেপি নেতা মুকুল রায়৷

এই প্রসঙ্গে মুকুল রায়ের সাফ জবাব, ‘‘আমার বাড়িতেই রয়েছেন অনুপম। কিন্তু ভয়ে অফিশিয়ালি যোগ দিতে পারছেন না৷ যদি মামলা ঠুকে দেয়৷’’  সৌমিত্র প্রসঙ্গে বলেন, “একটা ছেলের বিরুদ্ধে ৯ জানুয়ারি পর্যন্ত কোনও মামলা ছিল না। যেই ১০ তারিখে বিজেপি-তে যোগ দিল ওমনি তাঁর বিরুদ্ধে চারটি মামলা৷

প্রাক্তন রেলমন্ত্রীর উত্তর, “মুনমুন সেন, সন্ধ্যা রায়, রাইমা সেন অনেকেই আসতে পারেন!’’ তাঁকে প্রশ্ন করা হয় কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায় কি যোগ দিতে পারেন বিজেপি-তে? এর জবাবেও মুকুলবাবু বলেন, “হ্যাঁ! পার্থও যোগ দিতে পারেন৷” মুকুলবাবুর দিল্লির বাড়ি এখন কার্যত ধর্মশালা হয়ে উঠেছে। সৌমিত্র, অনুপম থেকে ভারতী প্রায় সবার আস্তানা এখন ওই বাড়িতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + three =