কবে দেবেন টাকা? সাহারা কর্তাকে তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: সেবি-সাহারা মামলায় বিনিয়োগকারীদের ২৫,৭০০ কোটি টাকা এখনও মেটাতে পারেননি তিনি৷ সেই কারণেই বৃহস্পতিবার সাহারা প্রধান সুব্রত রায়কে সুপ্রিম কোর্ট ২৮ ফেব্রুয়ারি আদালতের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিল৷ শীর্ষ আদালত আজ জানিয়েছে, সাহারা সংস্থাকে সংশ্লিষ্ট পরিমাণ অর্থের বন্দোবস্ত করার জন্য যে বাড়তি সময় দেওয়া হয়েছিল, তার পরেও সেই অর্থ জোটাতে তারা ব্যর্থ হয়৷ প্রধান বিচারপতি

কবে দেবেন টাকা? সাহারা কর্তাকে তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: সেবি-সাহারা মামলায় বিনিয়োগকারীদের ২৫,৭০০ কোটি টাকা এখনও মেটাতে পারেননি তিনি৷ সেই কারণেই বৃহস্পতিবার সাহারা প্রধান সুব্রত রায়কে সুপ্রিম কোর্ট ২৮ ফেব্রুয়ারি আদালতের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিল৷

শীর্ষ আদালত আজ জানিয়েছে, সাহারা সংস্থাকে সংশ্লিষ্ট পরিমাণ অর্থের বন্দোবস্ত করার জন্য যে বাড়তি সময় দেওয়া হয়েছিল, তার পরেও সেই অর্থ জোটাতে তারা ব্যর্থ হয়৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ জানায় যে, সাহারা এখনও পর্যন্ত মাত্র ১৫,০০০ কোটি টাকা জমা করেছে৷ ওই বেঞ্চটিতে আরও যে দুজন বিচারপতি ছিলেন তাঁরা হলেন বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি এস কে কল৷

সাহারাকে আর সুযোগ দেওয়ার আবেদন নাকচ করে দেয় এই বেঞ্চ। যার ফলে, এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী, সুব্রত রায় সহ সংস্থার অন্যান্য ডিরেক্টরকে আদালতের এই নির্দেশ মানতেই হবে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বৃহস্পতিবার যে, এই বিষয়টি নিয়ে এবার তারাই এগোবে স্বতঃপ্রণোদিতভাবে। এছাড়া, সুব্রত রায় সহ সংস্থার অন্যান্য কর্তাকে যে থাকতেই হবে পরবর্তী শুনানিতে, স্পষ্ট করে জানিয়ে দিল তাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *