কলকাতা: এবার কয়েকদিন দেরিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দেশে ঢুকবে বলে মনে করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কেরল উপকূল অতিক্রম করে মৌসুমি বায়ু ভারতে প্রথম পা রাখে। এর স্বাভাবিক সময় পয়লা জুন।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বুধবার জানিয়েছে, আগামী ৬ জুন নাগাদ বর্ষা কেরলে ঢুকবে। কেরলে আসার পর রাজ্যে বর্ষা ঢোকে। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা ৫ জুন। কেরলে দেরি করে এলে রাজ্যে বর্ষা আসতেও বেশি সময় নিতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আবহাওয়াবিদদের মতে, স্বাভাবিক সময়ের থেকে সাত দিন আগে-পরে বর্ষা আসার মধ্যে অস্বাভাবিকতা বিশেষ নেই। গত ২০১৬ সালে ৮ জুন কেরলে বর্ষা প্রবেশ করেছিল। আবার গত বছর সেখানে বর্ষা আসে ২৯ মে।
একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা এবার কেরলে ৪ জুন বর্ষা আসবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এদিন জানিয়েছে, আগামী ১৮-১৯ মে নাগাদ দক্ষিণ আন্দমান সাগরে মৌসুমি বায়ু ঢুকে পড়ার মতো অনুকূল পরিস্থিতি রয়েছে। আবহাওয়া মণ্ডলে বিভিন্ন মাপকাঠি পর্যালোচনা করে আবহাওয়া দপ্তর বর্ষা আসার সময়ের পূর্বাভাস দেয়। বর্ষার স্রোতের একটা অংশ আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগর, আরবসাগর ছুঁয়ে কেরল দিয়ে দেশে ঢোকে। অন্য স্রোতটি বঙ্গোপসাগর হয়ে মায়ানমার দিয়ে উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করে।