কবে কাজে যোগ দেবেন বীর অভিনন্দন? জানালেন এয়ার চিফ মার্শাল

নয়াদিল্লি: সুস্থ ঘোষিত হলেই ফের বিমান চালাবেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সোমবার ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া এ কথা জানান। শারীরিক সুস্থতাই আসল এদিন কোয়েম্বাটোরে এক সাংবাদিক সম্মেলনে ধানোয়া বলেন, অভিনন্দন ফের বিমান চালাবেন কিনা তা তাঁর শারীরিক সুস্থতার উপরই নির্ভর করছে। বিমান থেকে বেরিয়ে আসার পর তাঁর স্বাস্থ্য-পরীক্ষা হয়েছিল। তাঁর যা চিকিৎসা

কবে কাজে যোগ দেবেন বীর অভিনন্দন? জানালেন এয়ার চিফ মার্শাল

নয়াদিল্লি: সুস্থ ঘোষিত হলেই ফের বিমান চালাবেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সোমবার ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া এ কথা জানান।

শারীরিক সুস্থতাই আসল

এদিন কোয়েম্বাটোরে এক সাংবাদিক সম্মেলনে ধানোয়া বলেন, অভিনন্দন ফের বিমান চালাবেন কিনা তা তাঁর শারীরিক সুস্থতার উপরই নির্ভর করছে।

বিমান থেকে বেরিয়ে আসার পর তাঁর স্বাস্থ্য-পরীক্ষা হয়েছিল। তাঁর যা চিকিৎসা দরকার তা আমরা দেব।

একবার সুস্থতার বিষয়ে নিশ্চয়তা মিললেই অভিনন্দন ফের যুদ্ধবিমান চালানো শুরু করবেন।

কবে থেকে বিমান-চালনা

ধানোয়া আরও বলেন, অভিনন্দন ফাইটার জেট চালাতে যদি সুস্থ থাকেন তাহলে তিনি শীঘ্রই তা করবেন।

আর তিনি যদি তা না থাকেন তাহলে লো মেডিক্যাল ক্যাটেগরিতে তাঁকে ফেলা হবে যতক্ষণ না ফাইটার পাইলট হিসেবে সুস্থ হচ্ছেন। এটি মিললেই তিনি ফিরে যাবেন।

শারীরিক সুস্থতাকে ভারতীয় বায়ুসেনা চূড়ান্ত অগ্রাধিকার দেয় বলে ধানোয়া জানান।

বিমান থেকে বেরোনোও চাপের

এয়ার চিফ মার্শাল বলেন, বিমান থেকে বেরিয়ে আসা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।

আপনাকে যদি পুরো ফিট না হওয়া অবস্থায় ফের বিমান থেকে বেরিয়ে আসতে হয় তাহলে আপনাকে বাকি জীবন হুইলচেয়ারে কাটাতে হবে।

ফাইটার পাইলটের সুস্থতার বিষয়ে আমরা কোনও ঝুঁকি নিই না।

বাতিলের সংখ্যাই বেশি

প্রবেশিকা স্তরে বাছাই প্রার্থীদের তুলনায় বাতিল প্রার্থীদের সংখ্যাই বেশি।

এর একমাত্র কারণ তাঁদের শারীরিক সুস্থতার অভাব। আপনার শারীরিক অবস্থা ও শিরদাঁড়ার অবস্থা খুবই ভালো হতে হবে।

যাতে বিমান থেকে বেরোনোর পর চোট পেলেও তা সহ্য করতে পারেন।

সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় এয়ার চিফ মার্শাল ধানোয়াকে।

সেখানে অপারেশন চলছে বলে মন্তব্য করেও বেশি কিছু বলতে অস্বীকার করেন তিনি।

আগে যা ঘটেছে

গত ২৭ ফেব্রুয়ারি অভিনন্দন বর্তমান একটি মিগ-২১ বাইসন বিমানের সাহায্যে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করা পাক এফ-১৬ বিমানকে তাড়া করেন।

ঘটনাচক্রে কিছু সময় পর তাঁর বিমান পাক-অধিকৃত কাশ্মীরে চলে যায়।

তাঁর বিমানকে গুলি করা হয়। বিমানটি ধ্বংস হলেও অভিনন্দন বর্তমান প্যারাশ্যুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসেন।

কিন্তু মাটি ছোঁয়ার পর তাঁকে গ্রেফতার করে পাক সেনাবাহিনী।

ইমরানের শান্তির বার্তা

শান্তির বার্তা হিসেবে অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাঁচ ঘণ্টা বিলম্বের পর অভিনন্দনকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

গত ১ মার্চ রাত ৯.২০ মিনিটে ওয়াঘা-আট্টারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন অভিনন্দন।

পাক নির্যাতনের কাহিনি

ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষকে তাঁর উপর হওয়া ভয়ঙ্কর মানসিক নির্যাতনের কথা জানান অভিনন্দন।

যদিও তাঁকে কোনওরকম শারীরিক নির্যাতন করেনি পাক সেনা কর্তৃপক্ষ বলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী-অভিনন্দন সাক্ষাৎ

রাজধানী দিল্লির আর্মি আর আর হাসপাতালে অভিনন্দন বর্তমানকে দেখতে যান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ ও বায়ুসেনা প্রধান। একটি আলাদা বৈঠকে অভিনন্দন বায়ুসেনা প্রধানকে পাকিস্তানে নিজের আটক থাকার বিষয়ে অবগত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =