কবে শেষ হবে করোনার প্রকোপ? করোনামুক্ত ভারতের আশার বাণী গবেষকদের

কবে শেষ হবে করোনার প্রকোপ? করোনামুক্ত ভারতের আশার বাণী গবেষকদের

নয়াদিল্লি: কবে শেষ হবে করোনার তাণ্ডব? গোটা বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিন খোঁজার কাজ৷ দিনরাত এক করে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে গেলেও এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশ, কবে মুক্ত হবে করোনা? সেই প্রশ্নের উত্তর দিয়েছে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় ও ডেটা ড্রিভেন ইনোভেশন ল্যাবের গবেষকরা৷

গবেষকদের রিপোর্টে বলা হচ্ছে, গোটা বিশ্ব থেকে করোনা সম্পূর্ণ বিদায় নিতে বছর শেষ হয়ে যাবে৷ কিছু না হলেও ডিসেম্বর মাস কেটে যেতে পারে৷ তবে, করোনার প্রকোপ কমতে শুরু করবে আগামী মে মাসের শুরু থেকেই৷

গবেষণা বলছে, পৃথিবীর ৯৭ শতাংশ দেশ থেকে করোনা তাণ্ডব শেষ হতে পারে আগামী জুন-জুলাই মাস নাগাদ৷ ভারতে ৯৭ শতাংশ করোনা প্রকোপ কেটে যেতে পারে মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে৷ ভারতে জুলাই মাস নাগাদ সম্পূর্ণ করোনমুক্তি ঘটতে পারে বলেও আশার বাণী শুনিয়েছেন গবেষকরা৷ স্পষ্টভাবে বলতে গেলে জুলাই মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহের করোনা ভারত থেকে বিদায় নিতে পারে বলে গবেষকরা মনে করছেন৷

দেশভেদে করোনার প্রভাব ভিন্ন৷ প্রত্যেকটি দেশের ক্ষেত্রে পৃথক পৃথক রিপোর্ট তৈরি করে দাবি করা হয়েছে, গোটা পৃথিবীর মধ্যে করোনার প্রভাব এখন সবথেকে বেশি আমেরিকায়৷ মার্কিন মুলুক থেকে এই ভাইরাস বিদায় নিতে আগস্ট হয়ে যাবে শেষের দিকে৷ দেশভিত্তিক করোনার বিদায়ের দিনক্ষণও প্রকাশ হয়েছে৷ ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালির মতো দেশে সম্পূর্ণ করোনামুক্ত হবে আগস্ট মাস নাগাদ৷ ইউরোপের দু’টি দেশ সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের জুলাই-সেপ্টেম্বর মধ্যে বিদায় নিতে পারে৷ বাংলাদেশ ও পাকিস্তান থেকে করোনা বিদায় নিতে জুলাই ও সেপ্টেম্বর মাসলেগে যাবে বলে গবেষণা রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =