নির্ভয়ার দোষীদের ফাঁসি কবে? চূড়ান্ত সময়সীমা দিল্লি হাইকোর্টের

নির্ভয়ার দোষীদের ফাঁসি কবে? চূড়ান্ত সময়সীমা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে ৪ দোষীকে আরও এক সপ্তাহ সময় দিল দিল্লি হাইকোর্ট৷ দোষীদের এক সপ্তাহের মধ্যে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজধানীর উচ্চ আদালত৷ আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হবে বলে আজ সাফ জানিয়েছে দিল্লি হাইকোর্ট৷

নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসির নির্দেশের নির্দেশের উপর পাতিয়ালা হাউস কোর্টের স্থগিতাদেশ জারি হওয়ার পর চ্যালেঞ্জ জানায় কেন্দ্র৷ চার দোষীর ফাঁসির আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন জানায় কেন্দ্র৷ কেন্দ্রের তরফে দিল্লি হাইকোর্টে জানানো হয়, নির্ভার চার দোষীকে একে একে ফাঁসিতে ঝোলানো হোক৷ কিন্তু আজ কেন্দ্রের সেই আর্জি খারিজ করে দিয়ে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, একই অভিযোগে অভিযুক্ত চার দোষীকে একসঙ্গেই ফাঁসিতে ঝুলানো প্রয়োজন৷

কিন্তু তার আগে নির্ভয়া কাণ্ডের দোষীদের এক সপ্তাহের মধ্যে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করতে হবে৷ আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর হাইকোর্ট ফাঁসির বিষয়ে দিনক্ষণ চূড়ান্ত করবে৷ তার আগে এখনই কোনও নির্দেশ দেওয়া যাবে না বলেও জানিয়েছে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 1 =