নয়াদিল্লি: কোভিড আটকাতে দ্বিতীয় টিকার পাশাপাশি এখন দেশে চলছে বুস্টার ডোজ। আবার ১৮ বছরের নীচের বয়সিদের টিকা দেওয়ার কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। কিন্তু সাধারণ জনতা কি এখন পাবে বুস্টার ডোজ? না পেলে কবে পাবে? সেই প্রশ্ন এখন ইতিউতি। অবশেষে এই প্রশ্ন জবাব মিলল কেন্দ্রীয় সরকারের থেকে। জানান হল, আপাতত এই নিয়ে কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি তাদের তরফে। তবে পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন- ‘আরেকবার ২০১৮ হলে ২০১৯ কিন্তু সময়ের অপেক্ষা..’ বিস্ফোরক বার্তা দেবাংশুর
বর্তমানে দেশে কোভিড যোদ্ধা, বয়স্ক এবং কোমরবিডিটি রয়েছে এমন মানুষদের বুস্টার টিকা দেওয়া হচ্ছে। তবে কেন্দ্র জানাচ্ছে, এমনও অনেক মানুষ আছেন যারা বুস্টার নিতে আসছেন না। সেক্ষেত্রে সেই সব মানুষদের টিকা নিতে উৎসাহিত করার কাজ চলবে। তবে সাধারণ জনতা এখনই বুস্টার ডোজ পাবেন না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কেন্দ্রের বক্তব্য, করোনা সংক্রমণের হার ক্রমশ কমছে রাজ্যে রাজ্যে। তাই এখনও বিজ্ঞানসম্মত ভাবে পরিষ্কার নয় যে সকলের বুস্টার ডোজ প্রয়োজন। বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিজ্ঞানীরা। তবে যদিও তা কখনও দেওয়া হয় তবে তা ধাপে ধাপেই দেওয়া হবে বলে জানান হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে যে, এই মুহূর্তে দেশে প্রথম ডোজ নিয়ে ফেলেছেন ৯৬ শতাংশ মানুষ, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭০ শতাংশ।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭১ কোটি ৭৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ৯১ হাজার ৬৭৮ জনের। মাঝে কয়েক দিন করোনা সংক্রমণ এবং মৃত্যু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এখন আবার তা কিছুটা হলেও কম এবং বিগত দু-এক দিন আরও কমছে, যা স্বস্তির। তাই টিকাকরণে আরও জোর বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার কারণ মনে করা হচ্ছে, টিকার জন্যই সংক্রমণ হ্রাস পাচ্ছে। সম্প্রতি আবার নয়া টিকা এবং ‘ন্যাজাল স্প্রে’ এসেছে বাজারে যা কোভিডকে আটকাতে সক্ষম।